ঢাকা, বুধবার, ২৭ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

ডেটিং অ্যাপে প্রেম নয়, এ যেন হৃদয়ে ছুরিকাঘাত

ডুয়া নিউজ- লাইফস্টাইল
২০২৫ আগস্ট ২৬ ১৫:৫৮:১৬
ডেটিং অ্যাপে প্রেম নয়, এ যেন হৃদয়ে ছুরিকাঘাত

প্রেমের টানে ডেটিং অ্যাপে নাম লিখিয়েছিলেন মুনমুন (নাম পরিবর্তিত)। ভেবেছিলেন, নতুন কারও সঙ্গে পরিচয় হবে, গড়ে উঠবে একটুখানি রোমান্স। সেটাই ঘটেছিল—তবে একেবারে নাটকীয় মোড় নিয়ে।

অ্যাপে এক তরুণের ছবি দেখে ভালো লেগে যায় মুনমুনের। আলাপ জমে ওঠে, প্রেমালাপও ছড়িয়ে পড়ে দিনের পর দিন। কিন্তু হঠাৎ একসময় মনে হতে থাকে, এই ছেলেকে কোথায় যেন আগে দেখেছেন! নাম বা প্রোফাইল কিছুই মিলছে না, তবে অদ্ভুত এক পরিচিতির অনুভব মনের কোণে বাসা বাঁধে।

একদিন হঠাৎ কথার ছলে প্রেমিককে প্রিয় ক্যাফে সম্পর্কে জানতে চান মুনমুন। তরুণ যেই ক্যাফের নাম বলেন, সঙ্গে সঙ্গেই জমে থাকা ধোঁয়াশা পরিষ্কার হয়ে যায় তাঁর মনে—এ তো সেই ক্যাফে, যেখানে মুনমুন প্রায়ই যেতেন তাঁর বান্ধবীর সঙ্গে।

স্মৃতির দরজা খুলে যায়। মুনমুন বুঝে ফেলেন, যার সঙ্গে তিনি প্রেমালাপ চালিয়ে যাচ্ছেন, তিনি আসলে তাঁর প্রিয় বান্ধবীর প্রেমিক! পরিচয় প্রকাশ পেতেই মুচকি হাসেন সেই তরুণ। মুনমুনকে বলেন, ‘‘এই অ্যাপে এসেছি শুধুই মজা করতে। আর দয়া করে তোমার বান্ধবীকে কিছু বোলো না যেন!’’

প্রথমে হতবাক, পরে ক্ষুব্ধ মুনমুন। সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেন সেই সম্পর্কের সব পথ। এখন তিনি দ্বিধায়—বান্ধবীকে কি সব সত্যি বলে দেবেন, নাকি এই কাহিনি চিরতরে গোপনই রাখবেন?

ডেটিং অ্যাপ নিয়ে এবার ভয় ঢুকে গেছে মুনমুনের মনে। ‘ভালোবাসার খোঁজে প্রতারণার মুখোমুখি’, এমন অভিজ্ঞতা ভুলে যেতে চাইছেন তিনি। তবে এই অভিজ্ঞতা হয়তো অনেককেই সাবধান করবে—ডিজিটাল প্রেমের জালে পা রাখার আগে একবার হলেও ভাবা উচিত, মুখের হাসির আড়ালে লুকিয়ে আছে না তো বিশ্বাসভঙ্গের ছুরি?

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত