ঢাকা, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
‘এমন ঘটনা আর দেখতে চাই না’: ইসরায়েলকে ট্রাম্পের কড়া বার্তা
গাজা উপত্যকার নাসের হাসপাতালে ইসরায়েলি বোম হামলায় ৫ জন সাংবাদিকসহ ২০ জন নিহত হওয়ার ঘটনায় মিত্র ইসরায়েলের ওপর নিজের অসন্তুষ্টি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি এই "ভয়াবহ দুঃস্বপ্নের" অবসান ঘটানোরও আহ্বান জানিয়েছেন।
সোমবার (২৫ আগস্ট) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, "আমি এই ঘটনায় (ইসরায়েলের প্রতি) খুশি নই। এমন ঘটনা আমি আর দেখতে চাই না এবং একই সঙ্গে আমরা এই ভয়াবহ দুঃস্বপ্নের পুরোপুরি অবসান ঘটাতে চাই।"
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে। তাদের দাবি, হাসপাতালে হামাস যোদ্ধারা আত্মগোপন করে আছে—এমন তথ্যের ভিত্তিতে হামলাটি চালানো হয়েছিল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার সকালে নাসের হাসপাতালে দুই দফায় বোমা হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। প্রথম হামলায় হাসপাতালটির ছাদ উড়ে যাওয়ার পর যখন উদ্ধারকাজ চলছিল, ঠিক তখনই দ্বিতীয় হামলাটি চালানো হয়।
এই হামলায় নিহত পাঁচ সাংবাদিক হলেন এপি’র ফ্রিল্যান্সার মারিয়াম আবু দাগা, আল-জাজিরার প্রতিনিধি মোহাম্মদ সালামা, রয়টার্সের দুই ফ্রিল্যান্সার মোয়াজ আবু তাহা ও হাতেম খালেদ এবং স্থানীয় সাংবাদিক আহমেদ আবু আজিজ।
আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন এক বিবৃতিতে বলেন, "বেসামরিকদের ওপর হামলা চালানো আমাদের নীতি নয়, তবে হামাসের সন্ত্রাসীরা তাদের মধ্যে আত্মগোপন করে থাকে। নাসের হাসপাতালের ঘটনাটি আইডিএফ তদন্ত করবে।"
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। প্রায় দুই বছর ধরে গাজায় ইসরায়েলের চলমান অভিযানে যুক্তরাষ্ট্রের আর্থিক ও সামরিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ইপিএস প্রকাশ করেছে বিকন ফার্মাসিউটিক্যালস
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস
- কর্পোরেট পরিচালকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন