ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
‘এমন ঘটনা আর দেখতে চাই না’: ইসরায়েলকে ট্রাম্পের কড়া বার্তা
                                    গাজা উপত্যকার নাসের হাসপাতালে ইসরায়েলি বোম হামলায় ৫ জন সাংবাদিকসহ ২০ জন নিহত হওয়ার ঘটনায় মিত্র ইসরায়েলের ওপর নিজের অসন্তুষ্টি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি এই "ভয়াবহ দুঃস্বপ্নের" অবসান ঘটানোরও আহ্বান জানিয়েছেন।
সোমবার (২৫ আগস্ট) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, "আমি এই ঘটনায় (ইসরায়েলের প্রতি) খুশি নই। এমন ঘটনা আমি আর দেখতে চাই না এবং একই সঙ্গে আমরা এই ভয়াবহ দুঃস্বপ্নের পুরোপুরি অবসান ঘটাতে চাই।"
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করে তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে। তাদের দাবি, হাসপাতালে হামাস যোদ্ধারা আত্মগোপন করে আছে—এমন তথ্যের ভিত্তিতে হামলাটি চালানো হয়েছিল।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার সকালে নাসের হাসপাতালে দুই দফায় বোমা হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। প্রথম হামলায় হাসপাতালটির ছাদ উড়ে যাওয়ার পর যখন উদ্ধারকাজ চলছিল, ঠিক তখনই দ্বিতীয় হামলাটি চালানো হয়।
এই হামলায় নিহত পাঁচ সাংবাদিক হলেন এপি’র ফ্রিল্যান্সার মারিয়াম আবু দাগা, আল-জাজিরার প্রতিনিধি মোহাম্মদ সালামা, রয়টার্সের দুই ফ্রিল্যান্সার মোয়াজ আবু তাহা ও হাতেম খালেদ এবং স্থানীয় সাংবাদিক আহমেদ আবু আজিজ।
আইডিএফের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন এক বিবৃতিতে বলেন, "বেসামরিকদের ওপর হামলা চালানো আমাদের নীতি নয়, তবে হামাসের সন্ত্রাসীরা তাদের মধ্যে আত্মগোপন করে থাকে। নাসের হাসপাতালের ঘটনাটি আইডিএফ তদন্ত করবে।"
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র। প্রায় দুই বছর ধরে গাজায় ইসরায়েলের চলমান অভিযানে যুক্তরাষ্ট্রের আর্থিক ও সামরিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
 - আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
 - ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
 - পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
 - মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
 - দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
 - বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
 - ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
 - ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
 - ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ