ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২
যুদ্ধ থামলেও রাশিয়ার ওপর থেকে উঠছে না নিষেধাজ্ঞা: ফিনল্যান্ড

ইউক্রেনে সামরিক অভিযানের জন্য রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা যুদ্ধ শেষ হলেও কার্যকর থাকবে বলে ইঙ্গিত দিয়েছেন ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভালতোনেন। রাজধানী হেলসিঙ্কিতে 'বার্ষিক রাষ্ট্রদূত দিবস' উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ভালতোনেন জোর দিয়ে বলেন, শুধুমাত্র একটি যুদ্ধবিরতি বা শান্তিচুক্তি রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য যথেষ্ট হবে না।
ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জানান, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) রাশিয়ার বিরুদ্ধে ১৯তম নিষেধাজ্ঞা প্যাকেজের খসড়া প্রস্তুত করছে যা শিগগিরই কার্যকর করা হবে। এর পাশাপাশি ফিনল্যান্ডও রাশিয়ার ওপর অতিরিক্ত রপ্তানি শুল্ক আরোপের প্রস্তুতি নিচ্ছে। ভালতোনেন বলেন, "ইইউ স্থায়ীভাবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারির পক্ষে নয়, তবে আমরা কঠিন শর্তের ভিত্তিতে ধীরে ধীরে এসব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে চাই।"
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে ইইউ এবং এর সদস্য রাষ্ট্রগুলো রাশিয়ার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে। এর মধ্যে রাশিয়ার সরকারি অর্থ ও স্বর্ণ বাজেয়াপ্ত করা এবং জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করে দেওয়ার মতো পদক্ষেপও রয়েছে। যদিও এসব নিষেধাজ্ঞার লক্ষ্য ছিল রাশিয়ার অর্থনীতিকে দুর্বল করে যুদ্ধ থামানো, কিন্তু সেই লক্ষ্য এখনও পুরোপুরি অর্জিত হয়নি।
এদিকে, এই সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতাও চলমান রয়েছে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছিলেন। গত মে মাস থেকে তুরস্কের মধ্যস্থতায় ইস্তাম্বুলে দুই দেশের সরকারি প্রতিনিধিরা শান্তি সংলাপে অংশ নিচ্ছেন।
এই শান্তি প্রক্রিয়াকে আরও এগিয়ে নিতে ট্রাম্প গত ১৫ আগস্ট আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এবং এর তিনদিন পর ১৮ আগস্ট হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইইউ নেতাদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকের পর ট্রাম্প শিগগিরই যুদ্ধের অবসানের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন।
ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী তার ভাষণে আরও বলেন, ভ্লাদিমির পুতিন পুরো ইউক্রেন দখল করতে চান, কিন্তু ইইউ এই 'অবৈধ উচ্চাকাঙ্ক্ষা' সফল হতে দেবে না। তিনি আশ্বস্ত করেন যে, যুদ্ধের পরেও ফিনল্যান্ড ইউক্রেনকে সামরিক সহায়তা দিয়ে যাবে। এলিনা ভালতোনেন আরও যোগ করেন, ইউক্রেন যদি সরকারি প্রশাসনের সংস্কার এবং দুর্নীতি দমনে সফল হয়, তাহলে কিয়েভকে ন্যাটো ও ইইউ-এর সদস্যপদ দেওয়া হতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন কোম্পানির কারখানা বন্ধ, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
- কেয়া কসমেটিক্সের ৮ হাজার কোটি টাকা উধাও, চার ব্যাংককে তলব
- সম্ভাবনার নতুন দিগন্তে শেয়ারবাজারের খান ব্রাদার্স
- ব্লুমবার্গের টেকসই তালিকায় বাংলাদেশের ১১ তালিকাভুক্ত কোম্পানি
- মূলধন ঘাটতিতে দুই ব্রোকারেজ হাউজ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- দুই খবরে আলিফ ইন্ডাস্ট্রিজ শেয়ারের চমক
- চলতি বছর শেয়ারবাজারে আসছে রাষ্ট্রায়াত্ব দুই প্রতিষ্ঠান
- সাকিবের মোনার্কসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
- ২৩ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণা, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই
- বিএসইসির নতুন মার্জিন বিধিমালার খসড়া অনুমোদন
- বিমা আইন সংস্কার: বিনিয়োগ ও আস্থায় নতুন দিগন্ত
- কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ