ঢাকা, বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২

মানবতাবিরোধী অপরাধে হাসিনার বিরুদ্ধে ১৯ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ২৪ ১৭:৫৯:০৩
মানবতাবিরোধী অপরাধে হাসিনার বিরুদ্ধে ১৯ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

জুলাই-আগস্ট গণআন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সপ্তম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

রোববার (২৪ আগস্ট) আরও তিনজনের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এই মামলায় মোট ১৯ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা সম্পন্ন হলো।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল সোমবার (২৫ আগস্ট) পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।

রোববার বেলা সাড়ে ১১টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত সাক্ষ্যগ্রহণ চলে। এদিন যারা সাক্ষ্য দিয়েছেন তারা হলেন- রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের অফিস সহকারী মো. গিয়াস উদ্দিন, একই বিভাগের সহকারী অধ্যাপক ডা. রাজিবুল ইসলাম এবং কুষ্টিয়ার স্থানীয় সাংবাদিক শরিফুল ইসলাম।

সাক্ষ্যগ্রহণ শেষে আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন সাক্ষীদের জেরা করেন। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে (প্রসিকিউশন) শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এমএইচ তামিম।

এর আগে বিভিন্ন তারিখে এই মামলায় আরও ১৬ জন সাক্ষী তাদের জবানবন্দি প্রদান করেছেন, যাদের মধ্যে চিকিৎসক, নার্স, ভুক্তভোগীর স্বজন এবং প্রত্যক্ষদর্শীরা রয়েছেন।

উল্লেখ্য, এই মামলার অপর আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন। গত ১০ জুলাই ট্রাইব্যুনাল শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগে বিচার শুরুর আদেশ দেন। ৮১ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত ১৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত