ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২
প্রস্তাবে ভরসা, শিক্ষকদের আন্দোলন আপাতত স্থগিত
দীর্ঘদিন ধরে আন্দোলনরত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য একটি আশার খবর এসেছে। তাদের বাড়ি ভাড়া ২০ শতাংশ এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে শিক্ষকরা তাদের চলমান আন্দোলন আপাতত স্থগিত রাখবেন বলে জানিয়েছেন।
বুধবার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ অনুবিভাগ) মো. মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, "আমরা অর্থবিভাগে প্রস্তাব পাঠিয়েছি। এখন অর্থবিভাগের অনুমোদনের জন্য কিছুটা সময় প্রয়োজন।"
"এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট"-এর অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানান, তারা বাড়ি ভাড়া শতাংশের হারে বাড়ানোর দাবি জানিয়েছিলেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের ২০ শতাংশ ভাড়া বৃদ্ধি এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা করার প্রস্তাব পাঠানোর আশ্বাস দেওয়া হয়েছিল। তিনি বলেন, "যদি সরকার এই পদক্ষেপ নেয়, তাহলে আপাতত শিক্ষকরা আন্দোলনে যাবেন না। তবে দাবি আদায় না হলে আমরা আবার কর্মসূচিতে যাব।"
এর আগে গত ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকরা সরকারের আশ্বাসে তাদের কর্মসূচি স্থগিত করেন। তাদের পাঁচ দফা দাবির মধ্যে ছিল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং শ্রান্তি বিনোদন ভাতা বৃদ্ধি।
দেশে বর্তমানে প্রায় ৩০ হাজার এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় সাড়ে পাঁচ লাখ শিক্ষক ও কর্মচারী কর্মরত রয়েছেন। তাদের দীর্ঘদিনের দাবি হলো শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ। শিক্ষকদের মতে, জাতীয়করণ হলে বেতন বৈষম্য দূর হবে, শিক্ষার গুণগত মান উন্নত হবে এবং বঙ্গবন্ধুর অবৈতনিক শিক্ষা দর্শন বাস্তবায়িত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি(LIVE)
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- ডিভিডেন্ড ঘোষণা করেছে অগ্নী সিস্টেমস
- ডিভিডেন্ড ঘোষণা করেছে তালিকাভুক্ত২৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাষ্ট্রিজ
- ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল
- নেগেটিভ ইকুইটি মুক্ত করতে মার্জিন ঋণে তালা মারছে বিএসইসি