ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
প্রস্তাবে ভরসা, শিক্ষকদের আন্দোলন আপাতত স্থগিত
দীর্ঘদিন ধরে আন্দোলনরত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য একটি আশার খবর এসেছে। তাদের বাড়ি ভাড়া ২০ শতাংশ এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে শিক্ষকরা তাদের চলমান আন্দোলন আপাতত স্থগিত রাখবেন বলে জানিয়েছেন।
বুধবার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ অনুবিভাগ) মো. মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, "আমরা অর্থবিভাগে প্রস্তাব পাঠিয়েছি। এখন অর্থবিভাগের অনুমোদনের জন্য কিছুটা সময় প্রয়োজন।"
"এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট"-এর অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানান, তারা বাড়ি ভাড়া শতাংশের হারে বাড়ানোর দাবি জানিয়েছিলেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের ২০ শতাংশ ভাড়া বৃদ্ধি এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা করার প্রস্তাব পাঠানোর আশ্বাস দেওয়া হয়েছিল। তিনি বলেন, "যদি সরকার এই পদক্ষেপ নেয়, তাহলে আপাতত শিক্ষকরা আন্দোলনে যাবেন না। তবে দাবি আদায় না হলে আমরা আবার কর্মসূচিতে যাব।"
এর আগে গত ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকরা সরকারের আশ্বাসে তাদের কর্মসূচি স্থগিত করেন। তাদের পাঁচ দফা দাবির মধ্যে ছিল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং শ্রান্তি বিনোদন ভাতা বৃদ্ধি।
দেশে বর্তমানে প্রায় ৩০ হাজার এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় সাড়ে পাঁচ লাখ শিক্ষক ও কর্মচারী কর্মরত রয়েছেন। তাদের দীর্ঘদিনের দাবি হলো শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ। শিক্ষকদের মতে, জাতীয়করণ হলে বেতন বৈষম্য দূর হবে, শিক্ষার গুণগত মান উন্নত হবে এবং বঙ্গবন্ধুর অবৈতনিক শিক্ষা দর্শন বাস্তবায়িত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল
- ‘জেড’ ক্যাটাগরিতে নামল দেশ গার্মেন্টস
- কর্পোরেট পরিচালকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন
- প্রাথমিকের ভাইভা শুরু কবে, লাগবে যেসব কাগজপত্র