ঢাকা, রবিবার, ২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

প্রস্তাবে ভরসা, শিক্ষকদের আন্দোলন আপাতত স্থগিত

২০২৫ আগস্ট ২০ ২২:৪১:১৫

প্রস্তাবে ভরসা, শিক্ষকদের আন্দোলন আপাতত স্থগিত

দীর্ঘদিন ধরে আন্দোলনরত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জন্য একটি আশার খবর এসেছে। তাদের বাড়ি ভাড়া ২০ শতাংশ এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। এই প্রস্তাব বাস্তবায়িত হলে শিক্ষকরা তাদের চলমান আন্দোলন আপাতত স্থগিত রাখবেন বলে জানিয়েছেন।

বুধবার (২০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (কলেজ অনুবিভাগ) মো. মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, "আমরা অর্থবিভাগে প্রস্তাব পাঠিয়েছি। এখন অর্থবিভাগের অনুমোদনের জন্য কিছুটা সময় প্রয়োজন।"

"এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট"-এর অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানান, তারা বাড়ি ভাড়া শতাংশের হারে বাড়ানোর দাবি জানিয়েছিলেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের ২০ শতাংশ ভাড়া বৃদ্ধি এবং চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০০০ টাকা করার প্রস্তাব পাঠানোর আশ্বাস দেওয়া হয়েছিল। তিনি বলেন, "যদি সরকার এই পদক্ষেপ নেয়, তাহলে আপাতত শিক্ষকরা আন্দোলনে যাবেন না। তবে দাবি আদায় না হলে আমরা আবার কর্মসূচিতে যাব।"

এর আগে গত ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকরা সরকারের আশ্বাসে তাদের কর্মসূচি স্থগিত করেন। তাদের পাঁচ দফা দাবির মধ্যে ছিল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা এবং শ্রান্তি বিনোদন ভাতা বৃদ্ধি।

দেশে বর্তমানে প্রায় ৩০ হাজার এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় সাড়ে পাঁচ লাখ শিক্ষক ও কর্মচারী কর্মরত রয়েছেন। তাদের দীর্ঘদিনের দাবি হলো শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ। শিক্ষকদের মতে, জাতীয়করণ হলে বেতন বৈষম্য দূর হবে, শিক্ষার গুণগত মান উন্নত হবে এবং বঙ্গবন্ধুর অবৈতনিক শিক্ষা দর্শন বাস্তবায়িত হবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের মুদ্রা বিনিময় হার (২ নভেম্বর)

আজকের মুদ্রা বিনিময় হার (২ নভেম্বর)

ডুয়া ডেস্ক: বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সঙ্গে সঙ্গে বৈদেশিক মুদ্রার লেনদেনও বাড়ছে। মুদ্রা লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি... বিস্তারিত