ঢাকা, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

মতলবে নবীজী কটূক্তি: প্রবাসীর বাড়িতে আগুন দিয়েছে জনতা

২০২৫ আগস্ট ২০ ১৬:০৭:৫৭

মতলবে নবীজী কটূক্তি: প্রবাসীর বাড়িতে আগুন দিয়েছে জনতা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় প্রবাসী এক যুবকের বিরুদ্ধে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে খাদেরগাঁও ইউনিয়নে উত্তেজিত এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে এবং ওই প্রবাসীর বসতঘর ভেঙে আগুন ধরিয়ে দেয়।

ঘটনার পর উপজেলা প্রশাসন ও মতলব দক্ষিণ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নেভাতে কাজ করে। যদিও ঘরটি আগেই সম্পূর্ণ ভস্মীভূত হয়। আগুনে পুড়ে যাওয়া ঘরটি পরিত্যক্ত বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, অভিযুক্ত প্রবাসী ইউরোপের একটি দেশ থেকে ফেসবুক লাইভে এসে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি করেন এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করেন। এতে মুসলিম ধর্মাবলম্বী এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

ঘটনার প্রতিবাদে মতলব উপজেলা ইমাম-ওলামা ঐক্য পরিষদ, খাদেরগাঁও ইউনিয়ন শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ শুরুর আগেই উত্তেজিত জনতা অভিযুক্তের বাড়িতে গিয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন বলেন, নবীজি (সা.)-কে নিয়ে কটূক্তিকারী যে-ই হোক, তাকে আইনের আওতায় এনে কঠোর বিচার হবে। তবে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। কেউ অপরাধ করলে তার জন্য ঘরবাড়িতে আগুন দেওয়া ঠিক নয়। সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণ প্রতিবাদ করার আহ্বান জানান তিনি।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা এবং মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ সালেহ আহমেদ।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত নজরদারি ও শান্তি বজায় রাখার জন্য স্থানীয়দের সহনশীল আচরণে উদ্বুদ্ধ করা হচ্ছে। অভিযুক্ত প্রবাসীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে প্রশাসন জানিয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত