ঢাকা, বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২

অর্ধেক দামে আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ দিচ্ছে সৌদিয়া

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ আগস্ট ২০ ০৬:৪১:৫৬
অর্ধেক দামে আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ দিচ্ছে সৌদিয়া

সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সৌদিয়া আন্তর্জাতিক রুটে ভ্রমণকারীদের জন্য বিশেষ ছাড় ঘোষণা করেছে। রাউন্ড-ট্রিপ ও ট্রানজিট ফ্লাইটের টিকিটে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হবে। এ সুবিধা ব্যবসা শ্রেণি ও ইকোনমি শ্রেণির যাত্রী উভয়েই উপভোগ করতে পারবেন। টিকিট কেনা যাবে সৌদিয়ার ওয়েবসাইট, মোবাইল অ্যাপ অথবা নিকটস্থ বিক্রয়কেন্দ্র থেকে।

অফারটি গ্রহণ করতে হলে ১৭ থেকে ৩১ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে টিকিট বুক করতে হবে। নির্ধারিত টিকিট দিয়ে ভ্রমণ করা যাবে ১ সেপ্টেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।

এ ছাড়াও ট্রানজিট যাত্রীদের জন্য থাকবে বিশেষ সুবিধা। সৌদিয়ার টিকিট বুক করলে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে ডিজিটাল স্টপওভার ভিসা। এর মাধ্যমে যাত্রীরা সৌদি আরবে সর্বোচ্চ ৯৬ ঘণ্টা অবস্থান করতে পারবেন। এই সময়ের মধ্যে ওমরাহ পালন কিংবা দেশটির বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণের সুযোগ থাকবে।

বর্তমানে সৌদিয়া বিশ্বের চারটি মহাদেশে ১০০টিরও বেশি গন্তব্যে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে। এয়ারলাইন্সটির বহরে রয়েছে ১৪৯টি অত্যাধুনিক বিমান, যা যাত্রীদের ভ্রমণকে আরও আরামদায়ক করছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত