ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

তিন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন জামায়াত সেক্রেটারি

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ১৮ ২২:৩৮:৩৪
তিন উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন জামায়াত সেক্রেটারি

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শিক্ষা, স্বরাষ্ট্র ও পরিবেশ উপদেষ্টার সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

সোমবার (১৮ আগস্ট) সচিবালয়ে গিয়ে উপদেষ্টাদের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন তিনি।

প্রথমে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের সঙ্গে সাক্ষাৎ করে ডুমুরিয়া-ফুলতলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সমস্যা, উন্নয়ন ও অবকাঠামো নির্মাণ, এমপিওভুক্তি ইত্যাদি বিষয়ে মতবিনিময় করেন। উপদেষ্টাকে অনুরোধ জানান যাতে শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার সমস্যা, অবকাঠামোগত উন্নয়ন ত্বরান্বিত হয়। শিক্ষা উপদেষ্টা বিষয়টি মনোযোগসহকারে শুনেন এবং যথাযথভাবে বিবেচনার আশ্বাস প্রদান করেন।

পরে জামায়াতের সেক্রেটারি স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জে. (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেন। আলোচনায় তিনি অতীত সরকারের সময়ে জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে তিনি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও হিন্দু সম্প্রদায়ের ওপর একটি রাজনৈতিক গোষ্ঠীর হুমকি-ভয়ভীতি প্রদানের বিষয়টি উপদেষ্টার কাছে উপস্থাপন করেন।

এরপর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার পানিসম্পদ, বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি খুলনার বিল ডাকাতিয়া, বিল সালাতিয়া, বিল বরুনা, বিল মধুগ্রাম ও বিল বাদুড়িয়াসহ বিভিন্ন অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতার ভয়াবহ পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, বছরের পর বছর মানুষ দুর্ভোগে আছে, কৃষিজমি নষ্ট হচ্ছে, ঘরবাড়ি পানিতে ডুবে যাচ্ছে এবং জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ছে।

গোলাম পরওয়ারের বক্তব্য শোনার পর উপদেষ্টা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠনের ঘোষণা দেন। এই কমিটি দ্রুত পদক্ষেপ নিয়ে জলাবদ্ধতা নিরসনে কাজ করবে বলে জানান তিনি।

উপদেষ্টা আরও বলেন, সরকারের পক্ষ থেকে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানে আন্তরিক উদ্যোগ নেওয়া হবে এবং শিগগিরই দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে। সরকারের এই ঘোষণা সেক্রেটারি জেনারেল স্বাগত জানান এবং দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা প্রকাশ করেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত