ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
চলতি সপ্তাহের মধ্যেই নির্বাচনি কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে: ইসি সচিব
.jpg)
আসন্ন নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত, চলতি সপ্তাহের মধ্যেই পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, নির্বাচনি কর্মপরিকল্পনা ইতোমধ্যে প্রস্তুত করে অনুমোদনের জন্য কমিশনে জমা দেওয়া হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
নির্বাচনি প্রস্তুতির অন্যান্য গুরুত্বপূর্ণ ধাপ সম্পর্কে তিনি বলেন, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে জমা পড়া ৮২টি আপত্তির শুনানি আগামী ২৪ আগস্ট থেকে টানা চারদিন অনুষ্ঠিত হবে। শুনানি শেষে দ্রুততম সময়ের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন প্রসঙ্গে সচিব জানান, প্রাথমিকভাবে বাতিল হওয়া প্রায় ৮০ হাজার আবেদন পুনর্বিবেচনার সুযোগ দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ডাটা এন্ট্রি পর্যায়ে আরও নির্ভুলভাবে কাজ করা গেলে ভবিষ্যতে আপত্তির সংখ্যা কমে আসবে। পাশাপাশি, তথ্যভান্ডারকে সমৃদ্ধ করতে ২০০৮ সাল থেকে সংগৃহীত ভোটার নিবন্ধন ফরমগুলো স্ক্যান করে পোর্টালে আপলোড করার কাজও শুরু হয়েছে।
ভোটকেন্দ্র স্থাপন ও রাজনৈতিক দলের নিবন্ধন বিষয়েও অগ্রগতির কথা জানান ইসি সচিব। তিনি বলেন, নতুন করে ভোটকেন্দ্রের সংখ্যা না বাড়িয়ে বিদ্যমান কেন্দ্রগুলোতেই ভোটারদের উপস্থিতি সমন্বয় করা হবে। এ ক্ষেত্রে প্রতি বুথে ৫০০ ভোটারের পরিবর্তে ৬০০ ভোটার অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, নিবন্ধনের জন্য আবেদনকারী ২২টি রাজনৈতিক দলের মাঠপর্যায়ের যাচাই-বাছাই চলছে এবং যাদের আবেদন বাতিল হচ্ছে, তাদের সুনির্দিষ্ট কারণ জানিয়ে চিঠি দেওয়া হচ্ছে।
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, "এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কমিশনের কোনো উদ্বেগ নেই। মাঠ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজ নিজ দায়িত্ব পালন করছে।" তিনি আরও যোগ করেন, কমিশন শেষ মুহূর্তের তাড়াহুড়ো এড়াতে সব কাজেই আগাম প্রস্তুতি গ্রহণ করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস