ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

অক্টোবরে চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ১৪ ২৩:৪১:২১
অক্টোবরে চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের শহর কক্সবাজারে আগামী ২ অক্টোবর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর লক্ষ্য নিয়ে পুরোদমে কাজ এগিয়ে চলছে। যদিও টার্মিনাল ভবন ও ইমিগ্রেশন কাউন্টারের মতো কিছু গুরুত্বপূর্ণ কাজ এখনও বাকি, তবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, সেপ্টেম্বরের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হবে এবং নির্ধারিত সময়েই ফ্লাইট চলাচল শুরু হবে।

সংশ্লিষ্ট সূত্রমতে, বিমানবন্দরের রানওয়ে আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামার জন্য পুরোপুরি প্রস্তুত। তবে প্যাসেঞ্জার লাউঞ্জ, কনভেয়ার বেল্টসহ টার্মিনালের কিছু কাজ চলমান রয়েছে। এ নিয়ে কিছুটা সংশয় থাকলেও বেবিচক নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার ব্যাপারে আত্মবিশ্বাসী।

বেবিচক ইতোমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস-বাংলাসহ বিভিন্ন দেশি-বিদেশি এয়ারলাইন্সকে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিতে চিঠি দিয়েছে। এছাড়া, বিমানবন্দরটিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার জন্য গত ৭ আগস্ট আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থাকে (আইকাও) আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

বেবিচকের সদস্য (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমোডর আবু সাঈদ মাহবুব খান বলেন, "কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে রূপান্তরের সব প্রস্তুতিমূলক কাজ চলছে। আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। আমরা নির্ধারিত সময়ের মধ্যেই প্রস্তুতি সম্পন্ন করতে পারবো।"

এই বিমানবন্দর চালু হলে এটি দেশের বিমান ও পর্যটন শিল্পে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে। সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট আসায় বিদেশি পর্যটকদের সংখ্যা বাড়বে এবং কক্সবাজার ও এর আশপাশের অঞ্চলের অর্থনীতি, হোটেল-রিসোর্ট ব্যবসা ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত