ঢাকা, বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৪ মাঘ ১৪৩২
শিক্ষা সংস্কারে শিবিরের ২০ দফা প্রস্তাবনা
শিক্ষাব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কারের দাবিতে ২০ দফা প্রস্তাবনা উত্থাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ প্রস্তাবনা উপস্থাপন করা হয়। কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, প্রচার সম্পাদক আজাদুর রহমান আজাদসহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান শিক্ষাব্যবস্থা জাতীয় চাহিদা, আদর্শ ও ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির জন্য উপযোগী নয়। শিক্ষা থেকে নৈতিকতা, মূল্যবোধ ও জাতীয় চরিত্র গঠনের উপাদান দিন দিন হারিয়ে যাচ্ছে। এই বাস্তবতায় একটি নৈতিক, প্রযুক্তিনির্ভর ও মানসম্মত শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে ২০ দফা প্রস্তাবনা দেওয়া হয়।
প্রস্তাবিত ২০ দফার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু দিক হলো: পাঠ্যক্রমে ইসলামি মূল্যবোধ ও জাতীয় আদর্শ অন্তর্ভুক্ত, প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত একক ও মানসম্পন্ন পাঠ্যপুস্তক চালু,মেধার ভিত্তিতে ভর্তি ও নিয়োগ নিশ্চিত করা,বিশ্ববিদ্যালয়গুলোতে সহিংস রাজনীতি বন্ধ করে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত,গবেষণায় বিনিয়োগ বাড়ানো এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও মর্যাদা বৃদ্ধি,কারিগরি ও প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার ঘটানো,শিক্ষাক্ষেত্রে বিদেশনির্ভরতা কমিয়ে দেশে উচ্চশিক্ষার মানোন্নয়ন,চিন্তাশীল ও বিশ্লেষণধর্মী শিক্ষাব্যবস্থা গড়ে তোলা,কোচিং ব্যবসা, নোট-গাইড নির্ভরতা এবং শিক্ষা খাতে দুর্নীতি রোধ,শিক্ষার্থীদের চারিত্রিক গঠনে সহায়ক কর্মসূচি বাস্তবায়ন
ছাত্রশিবিরের নেতৃবৃন্দ জানান, এই প্রস্তাবনাগুলো শিক্ষা খাতে একটি বাস্তবমুখী ও ইতিবাচক পরিবর্তন আনতে পারে। তারা সরকারের পাশাপাশি সকল রাজনৈতিক দল, শিক্ষাবিদ, অভিভাবক ও শিক্ষার্থীদের এই সংস্কার উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- নবম পে-স্কেল ২০২৫: ২০টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- ইপিএস প্রকাশ করেছে ইনটেক
- ইপিএস প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
- ইপিএস প্রকাশ করেছে বঙ্গজ
- কর্পোরেট পরিচালকের ১৫ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন
- ইপিএস প্রকাশ করেছে সিভিও পেট্রোক্যামিকেল