ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২
নতুন চমক নিয়ে গুগল পিক্সেল ১০ সিরিজ
-1.jpg)
প্রযুক্তিপ্রেমীদের অপেক্ষার পালা শেষ হতে চলেছে। গুগল তাদের জনপ্রিয় পিক্সেল স্মার্টফোন সিরিজের পরবর্তী সংস্করণ ‘পিক্সেল ১০’ উন্মোচন করতে যাচ্ছে। আগামী ২০ আগস্ট ‘মেড বাই গুগল’ (Made by Google) ইভেন্টে এই নতুন ফোনগুলো বিশ্ববাসীর সামনে তুলে ধরা হবে। গুগল ইতিমধ্যেই তাদের অফিশিয়াল ওয়েবসাইটে এই তারিখ নিশ্চিত করেছে এবং একই দিনে ফোনগুলোর জন্য প্রি-অর্ডার শুরু হওয়ার কথা রয়েছে।
এবারের পিক্সেল লাইনআপে চারটি মডেল থাকার সম্ভাবনা রয়েছে: পিক্সেল ১০, পিক্সেল ১০ প্রো, পিক্সেল ১০ প্রো এক্সএল এবং পিক্সেল ১০ প্রো ফোল্ড। এর পাশাপাশি নতুন পিক্সেল ওয়াচ এবং পিক্সেল বাডসও উন্মোচন করা হতে পারে।
ক্যামেরা ও ডিজাইন:
এবারের সবচেয়ে বড় পরিবর্তনগুলোর মধ্যে একটি হলো ক্যামেরা সেটআপ। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, এই প্রথমবার বেস মডেল বা সাধারণ পিক্সেল ১০-এ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে, যেখানে একটি টেলিফটো লেন্স যুক্ত হবে। পূর্বে এই সুবিধা শুধুমাত্র প্রো মডেলগুলোর জন্য সংরক্ষিত ছিল। তবে, বেস মডেলের প্রধান সেন্সরটি ৫০ মেগাপিক্সেল থেকে কমে ৪৮ মেগাপিক্সেল হতে পারে বলে জানা গেছে। অন্যদিকে, প্রো এবং প্রো এক্সএল মডেলে গত বছরের মতোই ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড এবং ৪৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স থাকতে পারে।
ডিজাইনের ক্ষেত্রে পিক্সেল ৯ সিরিজের সঙ্গে এর বেশ মিল থাকবে, যেখানে গোলাকার প্রান্ত এবং পিল-আকৃতির ক্যামেরা আইল্যান্ড দেখা যাবে। বিভিন্ন আকর্ষণীয় রঙে ফোনগুলো বাজারে আসবে, যার মধ্যে ইন্ডিগো, জেড, লিমোনসেলো ও মুনস্টোনের মতো নতুন কয়েকটি রঙ থাকতে পারে।
পারফরম্যান্স ও ফিচার:
পিক্সেল ১০ সিরিজটি গুগলের নতুন প্রজন্মের ‘টেনসর জি৫’ (Tensor G5) চিপসেট দ্বারা চালিত হবে। এই প্রথমবার গুগল তাদের চিপসেট তৈরির জন্য টিএসএমসি (TSMC)-এর সাথে কাজ করছে, যা পারফরম্যান্স এবং ব্যাটারি দক্ষতার ক্ষেত্রে বড় ধরনের উন্নতি আনবে বলে ধারণা করা হচ্ছে। ফোনগুলো অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমের সাথে বাজারে আসবে এবং এতে বেশ কিছু নতুন এআই-ভিত্তিক ফিচার যুক্ত থাকবে। এর মধ্যে ‘স্পিক-টু-টুইক’ এর মতো ভয়েস কমান্ডের মাধ্যমে ছবি এডিট করার সুবিধাও থাকতে পারে।
অন্যান্য উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং এর জন্য Qi2 সাপোর্ট, যা অ্যাপলের ম্যাগসেফ (MagSafe) এর মতো কাজ করবে। এছাড়াও প্রতিটি মডেলেই ব্যাটারির ধারণক্ষমতা এবং চার্জিং স্পিড বাড়ানোর কথা শোনা যাচ্ছে।
প্রাপ্যতা ও সম্ভাব্য মূল্য:
আগামী ২০ আগস্ট বিশ্বব্যাপী উন্মোচনের পর ২১ আগস্ট থেকে ভারতে প্রি-অর্ডার শুরু হতে পারে। যদিও সরবরাহজনিত সমস্যার কারণে পিক্সেল ১০ প্রো ফোল্ড মডেলটি বাজারে আসতে ৯ অক্টোবর পর্যন্ত দেরি হতে পারে বলে একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে। মূল্যের ক্ষেত্রে, পিক্সেল ৯ সিরিজের মতোই দাম অপরিবর্তিত রাখা হতে পারে, তবে চূড়ান্ত মূল্যের জন্য আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু
- মার্জিন ঋণে মিউচুয়াল ফান্ড ও বন্ডে বিনিয়োগ করা যাবে না
- ‘পদত্যাগ করতে পারেন ড. ইউনূস’
- বিদেশি বিনিয়োগকারীদের পছন্দের শীর্ষে পাঁচ শেয়ার
- শেয়ারবাজারের ৬ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৫ ব্যাংকের লোকসান
- ঢাবির হলে 'গাঁ’জার আসর', চার শিক্ষার্থীকে আটক
- ১২ আগস্ট : শেয়ারবাজারের সেরা ৯ খবর
- মার্জিন ঋণ নিয়ে গুজব: ফের অস্থির শেয়ারবাজার
- বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
- দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- বেক্সিমকো-বেক্সিমকো ফার্মাসহ চার ব্যক্তি-এক প্রতিষ্ঠানকে জরিমানা-সতর্ক
- সামিটের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিনছে আরব আমিরাতের কোম্পানি
- ভালুকায় প্রথম পাঁচতারা হোটেল চালু করছে বেস্ট হোল্ডিংস
- বেসরকারি হাসপাতাল মালিকদের নতুন কমিটির অভিষেক শনিবার