ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখতে সম্মত বিএসএফ

২০২৫ জানুয়ারি ০৮ ১৭:৫৮:১২
সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখতে সম্মত বিএসএফ

ডুয়া নিউজ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে আপাতত কাঁটাতারের বেড়া এবং রাস্তা নির্মাণের কাজ বন্ধ রাখতে সম্মতি জানিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)

আজ বুধবার (০৮ জানুয়ারি) বিকেলে রাস্তা ও কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে বিজিবির সঙ্গে তৃতীয়বারের মতো পতাকা বৈঠকে এ সম্মতি জানিয়েছে বিএসএফ।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া।

তিনি বলেন, ‘দুই বাহিনীর কর্মকর্তাদের মধ্যে সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে। রাস্তা বা কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে বিএসএফ। সীমান্তে কাঁটাতারের বেড়া বা রাস্তা হবে কি-না তা বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করে সিদ্ধান্ত নেবেন।’

লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া আরও জানান, দুই দেশের নাগরিকরা যেন উত্তেজনা সৃষ্টি করতে না পারে সেদিকেও খেয়াল রাখা হবে বলে বৈঠকে আলোচনা হয়।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর



রে