ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২
বন্ডে প্রবাসীদের জন্য সেরা সুযোগ

বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর এসেছে বাংলাদেশ সরকার থেকে। মুনাফাভিত্তিক একটি সঞ্চয় বন্ড চালু করেছে সরকার যার নাম ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড। এই বন্ডে বিনিয়োগের অর্থ ও এর মুনাফা সম্পূর্ণ করমুক্ত থাকায় এটি প্রবাসীদের জন্য নিরাপদ ও লাভজনক একটি বিনিয়োগ মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে।
২০০২ সালে চালু হওয়া এই বন্ডের মূল উদ্দেশ্য হলো বৈদেশিক আয় দেশে ফেরানো এবং বিনিয়োগের আগ্রহ বৃদ্ধি করা। এতে প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিকরা বৈদেশিক মুদ্রায় বিনিয়োগ করতে পারেন এবং নির্দিষ্ট হারে মুনাফা অর্জন করতে পারেন।
বন্ডে বিনিয়োগের জন্য সর্বনিম্ন পরিমাণ ৫০০ মার্কিন ডলার থেকে শুরু হয়ে ৫০,০০০ মার্কিন ডলারে পর্যন্ত করা যায়। বিনিয়োগের মেয়াদ ৩ বছর। ৩ বছর মেয়াদ শেষে বিনিয়োগকারী ৬.৫০% হারে মুনাফা পাবেন। মেয়াদ পূর্ণ হওয়ার আগেই নগদায়ন করলে প্রথম বছর শেষে মুনাফার হার ৫.৫০% এবং দ্বিতীয় বছর শেষে ৬.০০% ধার্য রয়েছে।
বন্ডটি বাংলাদেশ ব্যাংক, দেশের যেকোনো তফসিলি ব্যাংকের অথরাইজড ডিলার শাখা অথবা বিদেশে অবস্থিত বাংলাদেশি তফসিলি ব্যাংক, এক্সচেঞ্জ হাউস ও এক্সচেঞ্জ কোম্পানি থেকে কেনা যায়।
প্রবাসী বাংলাদেশিদের জন্য বন্ডটি নানা সুযোগ সুবিধা নিয়ে এসেছে। মুনাফা ষাণ্মাসিক ভিত্তিতে উত্তোলনযোগ্য, বিনিয়োগের বিপরীতে ঋণ নেওয়ার সুবিধা রয়েছে। নমিনি নিয়োগ, পরিবর্তন ও বাতিলের সুবিধাসহ মৃত্যু ঝুঁকির ক্ষেত্রে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত কভারেজও পাওয়া যায়। এছাড়া হারিয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে ডুপ্লিকেট বন্ড ইস্যুর সুবিধাও রয়েছে।
সবচেয়ে বড় সুবিধা হলো এই বন্ডে বিনিয়োগের অর্থ এবং অর্জিত মুনাফা সম্পূর্ণ আয়করমুক্ত। বিনিয়োগ করা মূলধন ডলারে ফেরত পাওয়া যায় এবং মুনাফা ইচ্ছানুযায়ী টাকায় বা ডলারে গ্রহণের সুযোগ রয়েছে।
বাংলাদেশি প্রবাসীদের জন্য ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড নিরাপদ ও করমুক্ত একটি আর্থিক হাতিয়ার হিসেবে কাজ করতে পারে। সঠিক সময়ে বিনিয়োগ করে এই বন্ডের মাধ্যমে তারা ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুই কোম্পানির বাজিমাত
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
- ডিএসইর সতর্কবার্তার জালে দুর্বল দুই কোম্পানির শেয়ার
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- ছাত্ররাজনীতি থাকবে কিন্তু কাঠামোগত পরিবর্তন আনতে হবে: বাগছাস
- শেখ সেলিমের ২১টি বিও অ্যাকাউন্ট ও ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- অতর্কিত ঢাবি ও জবির ৪ শিক্ষার্থীকে ছুরিকাঘাত
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা