ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

বন্ডে প্রবাসীদের জন্য সেরা সুযোগ

ডুয়া নিউজ- অর্থনীতি
২০২৫ আগস্ট ১১ ১২:১৬:৩১
বন্ডে প্রবাসীদের জন্য সেরা সুযোগ

বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর এসেছে বাংলাদেশ সরকার থেকে। মুনাফাভিত্তিক একটি সঞ্চয় বন্ড চালু করেছে সরকার যার নাম ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড। এই বন্ডে বিনিয়োগের অর্থ ও এর মুনাফা সম্পূর্ণ করমুক্ত থাকায় এটি প্রবাসীদের জন্য নিরাপদ ও লাভজনক একটি বিনিয়োগ মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে।

২০০২ সালে চালু হওয়া এই বন্ডের মূল উদ্দেশ্য হলো বৈদেশিক আয় দেশে ফেরানো এবং বিনিয়োগের আগ্রহ বৃদ্ধি করা। এতে প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিকরা বৈদেশিক মুদ্রায় বিনিয়োগ করতে পারেন এবং নির্দিষ্ট হারে মুনাফা অর্জন করতে পারেন।

বন্ডে বিনিয়োগের জন্য সর্বনিম্ন পরিমাণ ৫০০ মার্কিন ডলার থেকে শুরু হয়ে ৫০,০০০ মার্কিন ডলারে পর্যন্ত করা যায়। বিনিয়োগের মেয়াদ ৩ বছর। ৩ বছর মেয়াদ শেষে বিনিয়োগকারী ৬.৫০% হারে মুনাফা পাবেন। মেয়াদ পূর্ণ হওয়ার আগেই নগদায়ন করলে প্রথম বছর শেষে মুনাফার হার ৫.৫০% এবং দ্বিতীয় বছর শেষে ৬.০০% ধার্য রয়েছে।

বন্ডটি বাংলাদেশ ব্যাংক, দেশের যেকোনো তফসিলি ব্যাংকের অথরাইজড ডিলার শাখা অথবা বিদেশে অবস্থিত বাংলাদেশি তফসিলি ব্যাংক, এক্সচেঞ্জ হাউস ও এক্সচেঞ্জ কোম্পানি থেকে কেনা যায়।

প্রবাসী বাংলাদেশিদের জন্য বন্ডটি নানা সুযোগ সুবিধা নিয়ে এসেছে। মুনাফা ষাণ্মাসিক ভিত্তিতে উত্তোলনযোগ্য, বিনিয়োগের বিপরীতে ঋণ নেওয়ার সুবিধা রয়েছে। নমিনি নিয়োগ, পরিবর্তন ও বাতিলের সুবিধাসহ মৃত্যু ঝুঁকির ক্ষেত্রে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত কভারেজও পাওয়া যায়। এছাড়া হারিয়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে ডুপ্লিকেট বন্ড ইস্যুর সুবিধাও রয়েছে।

সবচেয়ে বড় সুবিধা হলো এই বন্ডে বিনিয়োগের অর্থ এবং অর্জিত মুনাফা সম্পূর্ণ আয়করমুক্ত। বিনিয়োগ করা মূলধন ডলারে ফেরত পাওয়া যায় এবং মুনাফা ইচ্ছানুযায়ী টাকায় বা ডলারে গ্রহণের সুযোগ রয়েছে।

বাংলাদেশি প্রবাসীদের জন্য ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড নিরাপদ ও করমুক্ত একটি আর্থিক হাতিয়ার হিসেবে কাজ করতে পারে। সঠিক সময়ে বিনিয়োগ করে এই বন্ডের মাধ্যমে তারা ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত