ঢাকা, রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

সীমানা পুনর্বিন্যাসে এনসিপির চার সদস্যের কমিটি গঠন

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ১০ ১৬:৪২:১৫
সীমানা পুনর্বিন্যাসে এনসিপির চার সদস্যের কমিটি গঠন

নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় সংসদের নির্বাচনী এলাকার সীমানা পুনর্বিন্যাসের চলমান কার্যক্রম মূল্যায়ন, পর্যালোচনা ও সমন্বয়ের জন্য চার সদস্যের একটি কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)।

রোববার (১০ আগস্ট) এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাৎ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন অনুমোদিত এই কমিটিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ছাত্রনেতা সাইফুল্লাহ হায়দারকে প্রধান করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— আব্দুল্লাহ আল আমিন, জহিরুল ইসলাম মুসা এবং আরিফুর রহমান তুহিন।এ কমিটি নির্বাচন কমিশনের সীমানা পুনর্বিন্যাস কার্যক্রমের সামগ্রিক প্রক্রিয়া মূল্যায়ন ও পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ করবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত