ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২
ভবিষ্যত গড়তে সাহায্য করবে এই ৩টি স্কলারশিপ
.jpg)
ডুয়া ডেস্ক : নতুন বছরের শুরুতে আন্তর্জাতিক শিক্ষার্থীরা কিছু মর্যাদাপূর্ণ স্কলারশিপের জন্য আবেদন করার সুযোগ পাচ্ছেন। এই স্কলারশিপগুলো শুধুমাত্র আর্থিক সহায়তা-ই দেবে এমন নয় বরং শিক্ষার্থীদের বৈশ্বিক অভিজ্ঞতা এবং শিক্ষাগত উৎকর্ষ সাধনের ক্ষেত্রেও বেশ সহায়ক।
বছরের শুরুতেই আবেদন করার জন্য উন্মুক্ত এই তিনটি স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।
ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ: এটি ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও জনপ্রিয় স্কলারশিপ। প্রতিবছর বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের মাধ্যমে মাস্টার্স ও জয়েন্ট মাস্টার্সে অধ্যয়নের জন্য পাড়ি জমান ইউরোপে। দুই বছর মেয়াদি এ বৃত্তিতে চার সেমিস্টারে ইউরোপের চারটি দেশে পড়ার সুযোগ মিলবে। প্রতিটি দেশ থেকেই আলাদা মাস্টার ডিগ্রির সার্টিফিকেট দেওয়া হয়।
এই স্কলারশিপের আবেদনের সময় তিন রকম-
১. ক্যাপাসিটি বিল্ডিং ফর হায়ার এডুকেশন (সিবিএইচই) অ্যাকশনে আবেদনের শেষ সময় ৮ ফেব্রুয়ারি;
২. ইরাসমাস মুন্ডাস জয়েন্ট মাস্টার্স (ইএমজেএম) অ্যাকশনে আবেদনের শেষ সময় ১৫ ফেব্রুয়ারি;
৩. ইন্টারন্যাশনাল ক্রেডিট মোবিলিটি (আইসিএম) অ্যাকশনে আবেদনের শেষ সময় ২০ ফেব্রুয়ারি;
যেসব সুযোগ-সুবিধা মিলবে—
> শতভাগ টিউশন ফি ওয়েভার;
> মাসে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ ইউরো উপবৃত্তি দেবে ২ বছর;
> যাতায়াত ভাতা প্রদান করবে;
> সেমিস্টার শেষে এক দেশ থেকে অন্যত্র যাওয়ার জন্য আন্তর্জাতিক বিমানের টিকেট;
এই স্কলারশিপ নিয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
ইন্দোনেশিয়ার কেএনবি স্কলারশিপ: ইন্দোনেশিয়ান সরকারের অন্যতম মর্যাদাপূর্ণ একটি স্কলারশিপ হচ্ছে ‘বিয়াসিসওয়া কেমিত্রান নেগারা বার্কেমবাং (কেএনবি)’ স্কলারশিপ। দেশটির ৩১টি বিশ্ববিদ্যালয়ের অধীনে এই স্কলারশিপ নিয়ে ১ হাজার ৪৭৫টি বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ও ডক্টরাল প্রোগ্রামে পড়াশোনা করা যায়।
আবেদনের সময়: জানুয়ারি-ফেব্রুয়ারি;
যেসব সুযোগ-সুবিধা মিলবে—
> প্রতি মাসে শিক্ষাবৃত্তি প্রদান করে থাকে;
> সব ধরনের বই ও অন্যান্য শিক্ষাসামগ্রীর জন্য একটি নির্দিষ্ট অর্থ প্রদান করে;
> বিমান খরচসহ বিশ্ববিদ্যালয়ে যাতায়াত খরচ প্রদান করবে;
> ডরমিটরিতে থাকার সুবিধা দেবে;
> স্বাস্থ্যবিমা প্রদান করবে;
আবেদনের যোগ্যতা—
> স্নাতকের জন্য উচ্চ মাধ্যমিক, স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএইচডির জন্য স্নাতকোত্তর পাস হতে হবে;
> স্নাতকের জন্য সর্বোচ্চ ২১ বয়স, স্নাতকোত্তরের জন্য সর্বোচ্চ ৩৫ এবং পিএইচডির জন্য সর্বোচ্চ ৪০ বছর বয়স হতে হবে;
> একাডেমিক ফলাফল ভালো হতে হবে;
> ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে (টোয়েফল আইটিপি ৪৭৭, টোয়েফল আইবিটি ৫৩, আইইএলটিএস ৫ দশমিক ৫, টোয়িক ৫১০ স্কোর অর্জন করতে হবে);
> ইন্দোনেশিয়ান দূতাবাস বা ইন্দোনেশিয়ান কনস্যুলেট জেনারেল থেকে কেএনবি স্কলারশিপের জন্য আবেদন করতে সুপারিশপত্র প্রদান করতে হবে;
এই স্কলারশিপ নিয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের (আইডিবি) স্কলারশিপ: বিশ্বের অন্যতম বৃহৎ স্কলারশিপ হিসেবে পরিচিত ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক স্কলারশিপ, যা বিশেষভাবে বৃত্তিমূলক শিক্ষার জন্য অর্থায়ন প্রদান করে। এই স্কলারশিপের জন্য আবেদন করার কোনো খরচ নেই। ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) সদস্য রাষ্ট্রের শিক্ষার্থীদের জন্য এটি প্রদান করে। পিএইচডি ও পোস্ট-ডক্টরাল গবেষণার ক্ষেত্রে উচ্চ প্রযুক্তির জন্য মেধাবৃত্তি কর্মসূচি (এমএসপি) এবং আইডিবি-আইএসএফডি কর্তৃক স্নাতক ডিগ্রি, কারিগরি শিক্ষা এবং কর্মমুখী প্রশিক্ষণের জন্য এই স্কলারশিপ দেওয়া হয়।
আবেদনের সময়: জানুয়ারি-এপ্রিল;
যেসব সুযোগ-সুবিধা মিলবে—
> সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনার সুযোগ দেয়;
> মাসিক উপবৃত্তি প্রদান করে;
> স্বাস্থ্য ভাতা প্রদান করে;
> বিমানে যাতায়াতের খরচ প্রদান করে;
> থিসিস ভাতা প্রদান করে;
আবেদনের যোগ্যতা—
> আইএসডিবি সদস্যদেশের নাগরিক হতে হবে বা অ-সদস্য দেশগুলোর মুসলিম সম্প্রদায়ের হতে হবে;
> ইংরেজি দক্ষতা সনদ প্রদর্শন করতে হবে;
> মেডিকেল টেস্টে ফিট থাকতে হবে;
এই স্কলারশিপ নিয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- মিরাকেলের বিরুদ্ধে মূল্য সংবেদনশীল তথ্য গোপন করার অভিযোগ
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- স্মার্ট বাংলাদেশ গড়ার পথে এডিএন টেলিকমের নতুন পদক্ষেপ