ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

চাঁদের স্বপ্নে চীনের ভরসায় পাকিস্তান

ডুয়া নিউজ- তথ্য প্রযুক্তি
২০২৫ আগস্ট ০৬ ২০:১৫:২৬
চাঁদের স্বপ্নে চীনের ভরসায় পাকিস্তান

চরম রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তান দেশটি ২০৩৫ সালের মধ্যে চাঁদে অবতরণের উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নিয়েছেন। দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থা সুপারকো–কে এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা যায়। তবে পাকিস্তানের মহাকাশ কার্যক্রমের মূল ভরসা চীন।

বেইজিংয়ে বৈঠকে পাকিস্তানি মন্ত্রী আহসান ইকবাল জানিয়েছেন, মহাকাশ ও পারমাণবিক সক্ষমতা বাড়াতে চীনের সহযোগিতা চাওয়া হয়েছে। ইতিমধ্যে চীনের সহায়তায় তিনটি উপগ্রহ উৎক্ষেপণ করেছে পাকিস্তান সরকার।২০২৬ সালের মধ্যে চীনের স্পেস স্টেশনের সহায়তায় মহাকাশে নভোচারী পাঠাতে চায় ইসলামাবাদ। পাশাপাশি ২০২৮ সালে চীনের চাং’ই-৮ মিশনে অংশ নিয়ে ৩৫ কেজির একটি রোভার চাঁদের দক্ষিণ মেরুতে পাঠানোর পরিকল্পনাও রয়েছে।

তবে বাজেট সংকট, অভিজ্ঞ নেতৃত্বের অভাব ও শিক্ষাগত ঘাটতির কারণে পাকিস্তানের স্বাধীন মহাকাশ সক্ষমতা অর্জন এখনও অনিশ্চিত। দেশটির মহাকাশ স্বপ্ন অনেকটাই চীনা প্রযুক্তি ও সহায়তার উপর নির্ভরশীল।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত