ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

জাপানে ১ লাখ তরুণ পাঠানো হবে: প্রধান উপদেষ্টা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০৫ ২১:১৯:৪৭
জাপানে ১ লাখ তরুণ পাঠানো হবে: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন যে, আগামী পাঁচ বছরের মধ্যে জাপানে অন্তত এক লাখ বাংলাদেশি তরুণকে পাঠানোর জন্য প্রস্তুতি শুরু হয়েছে। এর পাশাপাশি ইতালি, দক্ষিণ কোরিয়া ও সার্বিয়ার মতো দেশেও দক্ষ কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা জানান। ভাষণে তিনি প্রবাসী বাংলাদেশিদের ভিসা জটিলতা নিরসন এবং হজ ব্যবস্থাপনার সাফল্যের কথাও তুলে ধরেন।

তরুণদের কর্মসংস্থান নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, জাপানে তরুণদের পাঠাতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অন্যান্য প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে।

প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, "প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা সংক্রান্ত জটিলতা দূর করতে আমরা গভীরভাবে কাজ করে যাচ্ছি।" তিনি জানান, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের জন্য পুনরায় ভিসা চালু করেছে এবং মালয়েশিয়া প্রথমবারের মতো মাল্টিপল এন্ট্রি ভিসা দিয়েছে। এছাড়া সৌদি আরব, জর্ডান ও ওমানের মতো দেশগুলোতে নথিপত্রজনিত কারণে অনিয়মিত হয়ে পড়া প্রবাসীদের নিয়মিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, সরকারের নানা উদ্যোগের ফলে চলতি বছর প্রায় ৮৭ হাজার বাংলাদেশি সুষ্ঠুভাবে ও কম খরচে হজ পালন করতে পেরেছেন। হাজীদের সুবিধার্থে ‘লাব্বাইক’ নামে একটি অ্যাপ চালু করা হয়, যা দক্ষিণ এশিয়ায় প্রশংসিত হয়েছে। আগামী বছরের হজ ব্যবস্থাপনা আরও উন্নত করতে মন্ত্রণালয় এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে বলে তিনি জানান।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত