ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
জাপানে ১ লাখ তরুণ পাঠানো হবে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন যে, আগামী পাঁচ বছরের মধ্যে জাপানে অন্তত এক লাখ বাংলাদেশি তরুণকে পাঠানোর জন্য প্রস্তুতি শুরু হয়েছে। এর পাশাপাশি ইতালি, দক্ষিণ কোরিয়া ও সার্বিয়ার মতো দেশেও দক্ষ কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা জানান। ভাষণে তিনি প্রবাসী বাংলাদেশিদের ভিসা জটিলতা নিরসন এবং হজ ব্যবস্থাপনার সাফল্যের কথাও তুলে ধরেন।
তরুণদের কর্মসংস্থান নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, জাপানে তরুণদের পাঠাতে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অন্যান্য প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে।
প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, "প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা সংক্রান্ত জটিলতা দূর করতে আমরা গভীরভাবে কাজ করে যাচ্ছি।" তিনি জানান, সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের জন্য পুনরায় ভিসা চালু করেছে এবং মালয়েশিয়া প্রথমবারের মতো মাল্টিপল এন্ট্রি ভিসা দিয়েছে। এছাড়া সৌদি আরব, জর্ডান ও ওমানের মতো দেশগুলোতে নথিপত্রজনিত কারণে অনিয়মিত হয়ে পড়া প্রবাসীদের নিয়মিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, সরকারের নানা উদ্যোগের ফলে চলতি বছর প্রায় ৮৭ হাজার বাংলাদেশি সুষ্ঠুভাবে ও কম খরচে হজ পালন করতে পেরেছেন। হাজীদের সুবিধার্থে ‘লাব্বাইক’ নামে একটি অ্যাপ চালু করা হয়, যা দক্ষিণ এশিয়ায় প্রশংসিত হয়েছে। আগামী বছরের হজ ব্যবস্থাপনা আরও উন্নত করতে মন্ত্রণালয় এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে বলে তিনি জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা
- পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা কী পাবেন? জানালেন গভর্নর
- সাপোর্টের রেকর্ড মুনাফা, ১৫ বছরে সর্বোচ্চ ডিভিডেন্ড
- বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু