ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২
এনসিপি নেতাদের অবস্থানরত হোটেল ঘিরে বিএনপি'র বিক্ষোভ

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা কক্সবাজার সফর করায় এবং সেখানে তাদের অবস্থানকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে গোপন বৈঠকের অভিযোগে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ইনানীর সি-পার্ল হোটেল ঘিরে বিক্ষোভ করেছেন, যেখানে এনসিপি নেতারা অবস্থান করছেন।
মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টা ২৫ মিনিটে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা ও তার স্বামী যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহসহ একটি দল ঢাকা থেকে বিমানে কক্সবাজার পৌঁছান। দুপুর পৌনে একটার দিকে তারা শহর থেকে দূরে ইনানীর পাঁচ তারকা হোটেল সি-পার্লে ওঠেন।
তাদের আগমনের খবর ছড়িয়ে পড়লে উখিয়ার স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হোটেলের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তাদের অভিযোগ, এনসিপি নেতারা পিটার হাসের সঙ্গে একটি গোপন বৈঠকে মিলিত হয়েছেন।
তবে এই অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট সকল পক্ষ। এনসিপির মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী সাংবাদিকদের বলেন, "তাঁরা কক্সবাজার বেড়াতে এসেছেন। পিটার হাসের সঙ্গে কোনো বৈঠক হয়নি।"
হোটেল সি-পার্লের নিরাপত্তা কর্মকর্তা কামরুজ্জামান এবং কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) সাইফউদ্দীন শাহীন উভয়েই নিশ্চিত করেছেন যে, এনসিপি নেতারা হোটেলে অবস্থান করলেও পিটার হাস নামে কোনো অতিথি সেখানে নেই। পুলিশ সুপার আরও জানান, হোটেলে তিনজন চীনা নাগরিক রয়েছেন, তবে এনসিপি নেতাদের সঙ্গে কারও বৈঠকের বিষয়ে তিনি কিছু জানেন না।
এ বিষয়ে কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, "জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তির মতো একটি বিশেষ দিনে এনসিপি নেতাদের হঠাৎ কক্সবাজার আগমন এবং শহর থেকে দূরে একটি পাঁচ তারকা হোটেলে অবস্থান করাটা সন্দেহের সৃষ্টি করেছে।" তিনি জানান, পিটার হাসের সঙ্গে বৈঠকের গুঞ্জন মানুষের মধ্যে কৌতূহল ও সন্দেহ আরও বাড়িয়েছে এবং তিনি বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার