ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০৫ ২০:৫০:৫৮
ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। পবিত্র রমজান মাস শুরুর আগেই এই নির্বাচন আয়োজনের জন্য সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে (ইসি) আনুষ্ঠানিকভাবে চিঠি দেওয়া হবে।

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।

প্রধান উপদেষ্টা জানান, একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে তিনি ব্যক্তিগতভাবে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি পাঠাবেন। তিনি বলেন, "অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন।"

অধ্যাপক ইউনূস এবারের নির্বাচনকে একটি জাতীয় উৎসবে পরিণত করার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। তিনি বলেন, "নির্বাচনের দিনকে আমরা ঈদের উৎসবের মতো করতে চাই। এবারের ভোটের আনন্দ থাকবে সবার মধ্যে। আপনারা সবাই বাচ্চাকাচ্চাদের নিয়ে ভোটকেন্দ্রে যাবেন।"

দীর্ঘদিন পর জনগণের ভোটাধিকার প্রয়োগের সুযোগ আসায় এবারের নির্বাচনকে সব শ্রেণির নাগরিকের জন্য অর্থবহ করতে চান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, "দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার কারণে গত ১৫ বছর ধরে নাগরিকরা ভোট দিতে পারেনি। এবারের নির্বাচনে আমরা আমাদের বকেয়া আনন্দসহ মহা আনন্দে ভোট দিতে চাই।" তিনি নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত ও নিরাপদ অংশগ্রহণ নিশ্চিতের প্রতিশ্রুতি দেন এবং প্রবাসী 'রেমিট্যান্স যোদ্ধাদের' ঐতিহাসিক অবদানের কথা স্মরণ করে নির্বাচনে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে বলে জানান।

ভাষণে নতুন ভোটারদের প্রসঙ্গ বিশেষভাবে উঠে আসে। অধ্যাপক ইউনূস বলেন, জীবনে প্রথমবার ভোট দিতে যাওয়া তরুণ-তরুণী, গত দেড় দশকে ভোটাধিকার বঞ্চিত নাগরিক এবং নতুন যোগ্যতা অর্জনকারী ভাগ্যবান ভোটারদের জন্য এই দিনটিকে স্মরণীয় করে রাখা হবে। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি দেশবাসীকে মানসিক ও প্রাতিষ্ঠানিকভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত