ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

দুইশ বছর লাগলেও হাসিনার বিচার হতে হবে: এ্যানি

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০৫ ২০:২৩:৪৯
দুইশ বছর লাগলেও হাসিনার বিচার হতে হবে: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, "জুলাই-আগস্ট ডাক দিয়েছে ফ্যাসিস্টের বিচার হতে হবে, হাসিনার বিচার হতে হবে। দুইশ বছর লাগলেও এই বিচার হতে হবে।"

অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পার হলেও শেখ হাসিনার বিরুদ্ধে কোনো মামলার রায় না হওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন এবং বিচার ব্যবস্থা আরও দ্রুত ও দৃশ্যমান করার দাবি জানান।

মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক বিজয় সমাবেশে তিনি এ কথা বলেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, "অন্তর্বর্তীকালীন সরকারের একটা বছর পার হয়েছে, আপনাদের ধন্যবাদ জানাই। কিন্তু বিচার ব্যবস্থা আরও দ্রুত করতে হবে। হাসিনার বিরুদ্ধে দুইশর বেশি মামলা হয়েছে। অন্তত দুইটা মামলার রায় হওয়া দরকার ছিল। হয় নাই, মনে কষ্ট।" তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "হাসিনাকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না। ফ্যাসিস্টের কোনো স্থান আর বাংলাদেশে হবে না।"

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত দলগুলোর ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়ে এ্যানি বলেন, "বৃহত্তর স্বার্থে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে সকল রাজনৈতিক দল যারা মাঠে ছিলাম, তাদের মধ্যে সুদৃঢ় ঐক্য থাকবে। একটি গোষ্ঠী আমাদের এই ঐক্য বিনষ্ট করতে চায়, কিন্তু আমরা তা হতে দেব না।" তিনি তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে নতুন বাংলাদেশ ও নতুন লক্ষ্মীপুর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

গত বছরের ৫ আগস্ট কারাগারে থাকায় শেখ হাসিনার পতনের আনন্দ উদযাপন করতে না পারার আক্ষেপ প্রকাশ করে এ্যানি বলেন, "এক বছর আগে স্লোগান ছিল- ‘পালাইছেরে পালাইছে, খুনি হাসিনা পালাইছে’। আমি জেলে থাকায় সেই স্লোগান শুনতে পারিনি, আনন্দেও ভাগ বসাতে পারিনি। তাই আজকে সেই স্লোগান দিলাম।"

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি এবং চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক বেলাল হোসেনসহ অন্য নেতারা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত