ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২
দুইশ বছর লাগলেও হাসিনার বিচার হতে হবে: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, "জুলাই-আগস্ট ডাক দিয়েছে ফ্যাসিস্টের বিচার হতে হবে, হাসিনার বিচার হতে হবে। দুইশ বছর লাগলেও এই বিচার হতে হবে।"
অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর পার হলেও শেখ হাসিনার বিরুদ্ধে কোনো মামলার রায় না হওয়ায় তিনি হতাশা প্রকাশ করেন এবং বিচার ব্যবস্থা আরও দ্রুত ও দৃশ্যমান করার দাবি জানান।
মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক বিজয় সমাবেশে তিনি এ কথা বলেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, "অন্তর্বর্তীকালীন সরকারের একটা বছর পার হয়েছে, আপনাদের ধন্যবাদ জানাই। কিন্তু বিচার ব্যবস্থা আরও দ্রুত করতে হবে। হাসিনার বিরুদ্ধে দুইশর বেশি মামলা হয়েছে। অন্তত দুইটা মামলার রায় হওয়া দরকার ছিল। হয় নাই, মনে কষ্ট।" তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "হাসিনাকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না। ফ্যাসিস্টের কোনো স্থান আর বাংলাদেশে হবে না।"
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যুক্ত দলগুলোর ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়ে এ্যানি বলেন, "বৃহত্তর স্বার্থে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে সকল রাজনৈতিক দল যারা মাঠে ছিলাম, তাদের মধ্যে সুদৃঢ় ঐক্য থাকবে। একটি গোষ্ঠী আমাদের এই ঐক্য বিনষ্ট করতে চায়, কিন্তু আমরা তা হতে দেব না।" তিনি তারেক রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে নতুন বাংলাদেশ ও নতুন লক্ষ্মীপুর গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
গত বছরের ৫ আগস্ট কারাগারে থাকায় শেখ হাসিনার পতনের আনন্দ উদযাপন করতে না পারার আক্ষেপ প্রকাশ করে এ্যানি বলেন, "এক বছর আগে স্লোগান ছিল- ‘পালাইছেরে পালাইছে, খুনি হাসিনা পালাইছে’। আমি জেলে থাকায় সেই স্লোগান শুনতে পারিনি, আনন্দেও ভাগ বসাতে পারিনি। তাই আজকে সেই স্লোগান দিলাম।"
সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি এবং চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক বেলাল হোসেনসহ অন্য নেতারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- গেস্ট হাউজ থেকে সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার