ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

৫ আগস্ট স্মরণে রাজধানীতে প্রতীকী হেলিকপ্টার উৎসব অনুষ্ঠিত”

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০৫ ১৬:০৮:১২
৫ আগস্ট স্মরণে রাজধানীতে প্রতীকী হেলিকপ্টার উৎসব অনুষ্ঠিত”

৫ আগস্ট, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নাটকীয় অধ্যায়ের সূচনা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপনে গত বছরের এই দিনে গণভবন ত্যাগ করে ভারতে পালিয়ে যান। সেই দিনের বর্ষপূর্তিতে আজ (মঙ্গলবার) রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে আয়োজিত ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানে প্রতীকী হেলিকপ্টারে শেখ হাসিনার পালানোর মুহূর্ত উদযাপন করা হয়েছে।

অনুষ্ঠানে কয়েকশত ‘বেলুন হেলিকপ্টার’ আকাশে উড়িয়ে দেওয়া হয়, যা দেখে উপস্থিত জনতা উচ্ছ্বাসে ফেটে পড়েন। আয়োজকদের বক্তব্য, ৫ আগস্টের দিনটি ছিল এক ঐতিহাসিক মুহূর্ত, যেদিন দেশ দুঃশাসন থেকে মুক্তির পথে প্রথম ধাপ নিয়েছিল এই দেশের জনতা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পালিয়ে যাওয়াই ছিল সেই নতুন যুগের সূচনা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলছেন, এই দিনটি স্মরণ করা দেশের জন্য এক প্রেরণার উৎস হিসেবে কাজ করে এবং গণতন্ত্রের পুনরুজ্জীবনের প্রতীক।বিগত বছর থেকে ৫ আগস্টের এই দিবসটি ‘জুলাই পুনর্জাগরণ’ নামে পালিত হয়ে আসছে, যা রাজনীতির এক গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অধ্যায় হিসেবে বিবেচিত।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত