ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ নিয়ে গুঞ্জন, মুখ খুললেন পাটোয়ারী

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০৫ ১৫:৫৮:৫৯
কক্সবাজারে পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ নিয়ে গুঞ্জন, মুখ খুললেন পাটোয়ারী

কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের বৈঠক হয়েছে- এমন গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ২টার দিকে তিনি এ বিষয়ে বক্তব্য দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে দাবি ওঠে কক্সবাজারের একটি হোটেলে এনসিপির কেন্দ্রীয় নেতারা। এদের মধ্যে হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম এবং নাসির উদ্দীন পাটওয়ারীর নাম উল্লেখ করে বলা হয় সেখানে তারা অবস্থান করছেন এবং ওই হোটেলে উপস্থিত ছিলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসও।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে পাটওয়ারী বলেন, এটা সম্পূর্ণ গুজব। আমরা শুধু ঘুরতে এসেছি। হোটেলে চেক-ইন করার পরই এমন একটি খবর চোখে পড়ে। এর কোনো সত্যতা নেই।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত