ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

জাতির উদ্দেশে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, আসছে নির্বাচনের রোডম্যাপ?

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০৫ ০৯:৫৬:৩৮
জাতির উদ্দেশে আজ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, আসছে নির্বাচনের রোডম্যাপ?

শেখ হাসিনার পতনের বর্ষপূর্তিতে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভাষণে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে প্রধান বিষয়বস্তু। এতে একটি প্রাথমিক রোডম্যাপ উপস্থাপন করা হবে এবং নির্বাচন কমিশনকে প্রস্তুতি জোরদারের নির্দেশনা দেওয়া হবে। রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনদের উদ্দেশেও বার্তা থাকবে এই ভাষণে।

ভাষণে সরকারের গত এক বছরের কার্যক্রমের সংক্ষিপ্ত বিবরণ, বিচার ও সংস্কার প্রক্রিয়ার অগ্রগতি এবং বিশেষ করে জুলাই গণহত্যার বিচার নিয়ে আপডেট তুলে ধরবেন ড. ইউনূস।

প্রধান উপদেষ্টার কার্যালয়সহ সরকারের একাধিক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, আজ বিকেল ৫টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তিনি ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশ করবেন। এর আগে ভাষণ দেওয়ার সম্ভাবনা নেই বলেও জানা গেছে। তবে সন্ধ্যার পর যে কোনো সময় রাষ্ট্রীয় টেলিভিশন ও অন্যান্য মাধ্যমে তার ভাষণ সম্প্রচার হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ভাষণে তিনি নির্বাচন সম্পর্কিত প্রাথমিক সময়সীমা তুলে ধরবেন- বিশেষ করে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট অনুষ্ঠিত হতে পারে, এমনটা উঠে আসবে বলে জানা গেছে। তবে তফসিল বা নির্দিষ্ট তারিখ ঘোষণা নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত।

ইতোমধ্যে নির্বাচন কমিশন ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোটগ্রহণের সম্ভাব্য তারিখ হিসেবে ১২ অথবা ১৫ ফেব্রুয়ারি নির্ধারণ করে প্রস্তুতি নিতে শুরু করেছে।

প্রধান উপদেষ্টা আগেই জানিয়েছিলেন, তিনি একটি ইতিহাস সৃষ্টিকারী নির্বাচন আয়োজন করতে চান। সেই লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানানো হবে ভাষণে। একই সঙ্গে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনাও দেবেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর তিনি ভারতে পালিয়ে যান। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে। শুরুতে সিদ্ধান্ত থাকলেও সরকার গঠনের দিন নয় বরং হাসিনার ক্ষমতাচ্যুতির দিন অর্থাৎ ৫ আগস্টেই ভাষণ দেওয়ার সিদ্ধান্ত নেন ড. ইউনূস।

সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, “জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণ একই দিনে হবে। ঘোষণাপত্রের সময় চূড়ান্ত হলেও ভাষণের সময় এখনও নির্ধারিত হয়নি। তবে রাত ৮টার আশপাশে সম্প্রচারের সম্ভাবনা রয়েছে।”

ভাষণে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক সংলাপের অগ্রগতি, ঐকমত্যে পৌঁছানো বিষয়গুলোর বাস্তবায়ন কাঠামোও তুলে ধরা হতে পারে।

উল্লেখ্য, গত ২৬ জুলাই যমুনায় ১৪টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। সেখানে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে কথা হয় বলে জানান ১২ দলীয় জোটপ্রধান মোস্তফা জামাল হায়দার। তবে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর পরে দাবি করেন বৈঠকে এ ধরনের আলোচনা হয়নি।

এদিকে গত ২৮ জুলাই আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নির্বাচনি প্রস্তুতি সংক্রান্ত বৈঠক করেন ড. ইউনূস। সেখানে সেনাবাহিনী, পুলিশ ও প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদার করার নির্দেশ দেন তিনি।

আরো আগে লন্ডন সফরে গিয়ে বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে ১৩ জুন বৈঠক করেন প্রধান উপদেষ্টা। তখন তিনি বলেছিলেন সব প্রস্তুতি সম্পন্ন হলে ২০২৫ সালের এপ্রিল কিংবা রমজানের আগের সপ্তাহে নির্বাচন হতে পারে। তবে তাতে বিচার ও সংস্কার প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি আবশ্যক।

আজকের ভাষণেই সেই অগ্রগতির প্রকাশ এবং আগামী পথরেখা নির্ধারিত হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত