ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ৩ আশ্বিন ১৪৩২
'বিমান বাহিনীর অভ্যন্তরের ‘র’ নেটওয়ার্ক ফাঁস' প্রতিবেদনটি বিভ্রান্তিকর
.jpg)
"বিমান বাহিনীর অভ্যন্তরের ‘র’ নেটওয়ার্ক ফাঁস" শিরোনামে প্রকাশিত প্রতিবেদনকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে তীব্র প্রতিবাদ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সোমবার (৪ আগস্ট) আইএসপিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।
আইএসপিআর জানায়, ৪ আগস্ট ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেলে উক্ত শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে দাবি করা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর ছয়জন উচ্চপদস্থ কর্মকর্তাকে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
প্রতিবেদনে উল্লিখিত কর্মকর্তারা হলেন: এয়ার ভাইস মার্শাল এম এ আউয়াল হোসেন, এয়ার ভাইস মার্শাল জাহিদুল সাঈদ, এয়ার কমডোর মোহাম্মদ আমিনুল হক, গ্রুপ ক্যাপ্টেন আবদুল্লাহ আল ফারুক, গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ শামীম এবং উইং কমান্ডার সাইয়েদ মোহাম্মদ।
আইএসপিআর স্পষ্টভাবে জানিয়েছে, “প্রতিবেদনে বর্ণিত কর্মকর্তাদের বিরুদ্ধে আনীত বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ভিত্তিহীন এবং বিমান বাহিনীর কাছে রক্ষিত তথ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “প্রকৃতপক্ষে, সংশ্লিষ্ট কর্মকর্তারা বাংলাদেশ বিমান বাহিনীর প্রচলিত বিধি-বিধান অনুযায়ী নির্ধারিত চাকরির বয়সসীমা শেষে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় স্বাভাবিকভাবে অবসর গ্রহণ করেছেন।” আইএসপিআর কর্তৃক এই তথ্য নিশ্চিত করা সত্ত্বেও উক্ত গণমাধ্যম অসামঞ্জস্যপূর্ণ খবরটি প্রচার করেছে বলে জানানো হয়।
একইভাবে, ফ্লাইট লেফটেন্যান্ট রিফাত আশরাফী ও ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরি নামক আরও দুই কর্মকর্তাকে একই অভিযোগে বাধ্যতামূলক অবসরে পাঠানোর দাবিও খণ্ডন করেছে আইএসপিআর। বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাস্তবে, এই দুই কর্মকর্তাকেও ভিন্ন প্রেক্ষাপটে বিমান বাহিনীর প্রচলিত আইন ও বিধিমালার আওতায় যথাযথ প্রক্রিয়ায় অবসর প্রদান করা হয়েছে, যার সঙ্গে উক্ত অভিযোগের কোনো সম্পর্ক নেই।”
আইএসপিআর বলেছে, এ ধরনের অপপ্রচার সংশ্লিষ্ট কর্মকর্তাদের এবং তাদের পরিবারের সামাজিক মর্যাদাহানি করার পাশাপাশি জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। এটি জাতীয় স্থিতিশীলতা এবং সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে, যা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।
বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আইএসপিআর জনমনে বিভ্রান্তি এড়াতে বিমান বাহিনী সংক্রান্ত যেকোনো তথ্য প্রকাশের আগে তা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত করার জন্য সকল গণমাধ্যমকে বিনীতভাবে অনুরোধ জানিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- লাভেলোর শেয়ার কারসাজি: তিন বিও অ্যাকাউন্টের লেনদেন স্থগিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- ডিভিডেন্ড বৃদ্ধির আলোচনায় জ্বালানি খাতের ১১ কোম্পানি
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- শেয়ারবাজারে ইতিহাস গড়লেন ‘ছাগল-কাণ্ডের’ সেই মতিউর
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- ডিভিডেন্ড দোলাচলে তথ্যপ্রযুক্তির ৮ কোম্পানির বিনিয়োগকারীরা
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা
- চার কোম্পানির আর্থিক অনিয়মের দায়ে নিষিদ্ধ হচ্ছে ৬ নিরীক্ষা প্রতিষ্ঠান
- সোনালী পেপারের কারসাজিতে জেনেক্স ইনফোসিসের পরিচালকদের জরিমানা