ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২

জুলাই গণঅভ্যুত্থান দিবসে গণমাধ্যমকর্মীদের ছুটি ঘোষণা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ আগস্ট ০৪ ২০:২৯:৩৭
জুলাই গণঅভ্যুত্থান দিবসে গণমাধ্যমকর্মীদের ছুটি ঘোষণা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামীকাল ৫ আগস্ট (মঙ্গলবার) দেশের সব গণমাধ্যমকর্মীদের জন্য একদিনের ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। সোমবার রাতে নোয়াবের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়।

এই সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশের সংবাদপত্র ও সংবাদ সংস্থাগুলোর কার্যক্রম একদিনের জন্য বন্ধ থাকবে।

গণমাধ্যমকর্মীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ঐতিহাসিক এই আন্দোলন কাভার করতে তারা দিনরাত নিরলসভাবে কাজ করেছেন। এই ছুটি তাদের কিছুটা বিশ্রাম ও পুনরায় উজ্জীবিত হয়ে উঠার সুযোগ করে দেবে।

তারা আরও বলেন, এই ছুটি শুধু বিশ্রামের সুযোগ নয়, বরং এটি তাদের শ্রমের স্বীকৃতি এবং গণআন্দোলনের প্রতি সম্মান প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত