ঢাকা, বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২

বার্তা পাঠানোর ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ ইনস্টাগ্রামের

ডুয়া নিউজ- তথ্য প্রযুক্তি
২০২৫ আগস্ট ০৪ ১৬:০২:৫১
বার্তা পাঠানোর ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ ইনস্টাগ্রামের

কিশোর ব্যবহারকারীদের অনলাইন নিরাপত্তা জোরদার করতে নতুন একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে জনপ্রিয় ফটো-শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। এখন থেকে ১৮ বছরের কম বয়সী কোনো ব্যবহারকারীকে তার ফলোয়ার নয়, এমন কেউ সরাসরি বার্তা (DM) পাঠাতে পারবে না। এই পরিবর্তনের ফলে শুধুমাত্র পারস্পরিক ফলোয়াররাই কিশোর-কিশোরীদের ইনবক্সে বার্তা আদান-প্রদান করতে পারবে।

মেটা-মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি জানিয়েছে, কিশোরদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করার অংশ হিসেবে এই ডিফল্ট সুরক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে। পূর্বে অপরিচিতরা ছবি বা ভিডিও ছাড়া সাধারণ বার্তা পাঠানোর সুযোগ পেলেও, নতুন আপডেটে সেই সুযোগও বন্ধ করে দেওয়া হয়েছে।

এই নতুন নিয়মের অধীনে, কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি এমন কোনো কিশোর ব্যবহারকারীকে বার্তা পাঠাতে চান যিনি তাকে ফলো করেন না, তবে ইনস্টাগ্রাম সেই বার্তা পাঠাতে দেবে না। এমনকি যদি কোনো প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীর বিরুদ্ধে পূর্বে সন্দেহজনক কার্যকলাপের জন্য রিপোর্ট করা হয়ে থাকে, তবে তার জন্য কিশোরদের সঙ্গে যোগাযোগের পথ আরও কঠিন হবে।

নতুন ফিচারগুলোর মধ্যে আরও রয়েছে:

ডিফল্ট প্রাইভেট অ্যাকাউন্ট: ১৮ বছরের কম বয়সী নতুন ব্যবহারকারীদের অ্যাকাউন্ট স্বয়ংক্রিয়ভাবে ‘প্রাইভেট’ হিসেবে সেট করা হবে। এর অর্থ হলো, তাদের পোস্ট বা স্টোরি শুধুমাত্র অনুমোদিত ফলোয়াররাই দেখতে পারবে। ১৬ বছরের কম বয়সীদের এই সেটিং পরিবর্তন করতে হলে অভিভাবকের অনুমতির প্রয়োজন হবে।

নিয়মিত প্রাইভেসি রিভিউ: ইনস্টাগ্রাম কিশোর ব্যবহারকারীদের নিয়মিত তাদের গোপনীয়তা সেটিংস পর্যালোচনা করার জন্য উৎসাহিত করবে। এর মাধ্যমে তারা ঠিক করতে পারবে কে তাদের ট্যাগ বা মেনশন করতে পারবে।

সীমাবদ্ধ কনটেন্ট: কিশোরদের অ্যাকাউন্টে সংবেদনশীল বিষয়বস্তু, যেমন সহিংসতা বা কসমেটিক সার্জারির মতো বিষয়গুলো রিলস এবং এক্সপ্লোর পেজে সীমিত আকারে দেখানো হবে।

অভিভাবকীয় নিয়ন্ত্রণ: অভিভাবকদের জন্য নতুন ড্যাশবোর্ড চালু করা হয়েছে, যার মাধ্যমে তারা তাদের সন্তানদের অ্যাকাউন্টের কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবেন। তারা স্ক্রিন টাইম ব্যবহার করতে এবং নির্দিষ্ট সময়ে অ্যাপ ব্যবহারে বিরতি নির্ধারণ করতে পারবেন।

কেন এই পরিবর্তন?

বিশ্বব্যাপী, বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের মতো দেশগুলোর সরকার প্রযুক্তি সংস্থাগুলোর ওপর কিশোরদের জন্য অনলাইন প্ল্যাটফর্ম নিরাপদ করার জন্য চাপ সৃষ্টি করে আসছে। মানসিক স্বাস্থ্য, অনলাইনে অনৈতিক বার্তা এবং ক্ষতিকর বিষয়বস্তু নিয়ে উদ্বেগ ক্রমাগত বাড়ছে। ইনস্টাগ্রামের এই পদক্ষেপকে অনেকেই সরকারি কঠোর নীতিমালা আরোপের আগেই নিজেদের প্ল্যাটফর্মকে নিরাপদ করার একটি প্রচেষ্টা হিসেবে দেখছেন।

এই উদ্যোগ অভিভাবকদের জন্যেও স্বস্তির খবর নিয়ে এসেছে, কারণ এটি তাদের সন্তানদের অনলাইন কার্যকলাপের উপর আরও বেশি নিয়ন্ত্রণ দেবে। যদিও কোনো ব্যবস্থাই শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে পারে না, তবে ইনস্টাগ্রামের এই নতুন পদক্ষেপগুলো কিশোর ব্যবহারকারীদের জন্য প্ল্যাটফর্মটিকে নিঃসন্দেহে আগের চেয়ে অনেক বেশি নিরাপদ করে তুলবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত