ঢাকা, সোমবার, ৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২
চলছে চিরুনি অভিযান, গোয়েন্দা নজরদারি জোরদার

আগস্ট মাসকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রে জড়িত থাকার আশঙ্কায় রাজধানীতে গোয়েন্দা নজরদারি ও চিরুনি অভিযান জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের দাবি, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এবং সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতাকর্মীরা অনলাইন ও অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।
সম্প্রতি ঢাকায় ‘গোপন বৈঠক’ এবং তাতে সেনাবাহিনীর এক কর্মকর্তার সম্পৃক্ততার খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে দেশজুড়ে চাঞ্চল্য তৈরি হয়। এরপরই সক্রিয় হয় পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো। এখন পর্যন্ত রাজধানীজুড়ে অভিযান চালিয়ে ২২ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, আবাসিক হোটেল, মেস, ফ্ল্যাট এবং বস্তি এলাকায় চিরুনি অভিযান চলছে। আগস্ট মাসজুড়ে এ অভিযান অব্যাহত থাকবে। গোয়েন্দা তথ্য বলছে, বিশেষ করে ঢাকার বাইরে থেকে হোটেলে অবস্থানকারীদের যাচাই-বাছাই করা হচ্ছে। পরিচয়পত্র ও অবস্থানের যৌক্তিকতা না থাকলে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আওয়ামী লীগের নেতাকর্মীদের গোপনে প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে সেনাবাহিনীর মেজর সাদিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইএসপিআর জানিয়েছে, তাঁর বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে তদন্ত আদালত গঠন করা হয়েছে। প্রমাণ মিললে সেনাবাহিনীর প্রচলিত আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রমনা বিভাগের উপকমিশনার মো. মাসুদ আলম বলেন, অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার খবরে চিরুনি অভিযান শুরু হয়েছে। প্রতিটি থানা, টিম ও ইউনিট সতর্কভাবে কাজ করছে।
ডিএমপির উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, পরিস্থিতি অশান্ত করতে পরিকল্পিতভাবে কিছু কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। তবে গোয়েন্দা নজরদারি জোরদার রয়েছে এবং যাদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ আছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী বলেন, আগস্ট ঘিরে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে র্যাব তৎপর রয়েছে। রাজধানীতে বাড়ানো হয়েছে চেকপোস্ট ও পেট্রলিং।
প্রসঙ্গত, গত ৮ জুলাই বসুন্ধরা-সংলগ্ন কেবি কনভেনশন সেন্টারে ছাত্রলীগ একটি গোপন বৈঠকের আয়োজন করে। সেখানে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাসহ ৩০০-৪০০ জন অংশ নেন। বৈঠকে সরকারবিরোধী স্লোগান দেওয়া হয় এবং শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন নিশ্চিত করতে ঢাকায় জমায়েত ও অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা হয় বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ভাটারা থানায় মামলা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে আসছে রাষ্ট্র ও বহুজাতিক ১৫ কোম্পানি
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- স্কয়ার ফার্মার বাজার মূলধনে নতুন মাইলফলক
- শেয়ারবাজারে বড়দের দাপট, ছোটদের পিছুটান
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৪ প্রতিষ্ঠান
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৭ প্রতিষ্ঠান
- বিকালে আসছে ১০ কোম্পানির ইপিএস
- বিকালে আসছে ২১ কোম্পানির ইপিএস
- নতুন সিনেট সদস্য হলেন ঢাবির ৫ অধ্যাপক
- শিবলী রুবাইয়াত ও শেখ শামসুদ্দিন শেয়ারবাজারে অবাঞ্ছিত ঘোষণা