ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২
অমীমাংসিত বিষয় নিষ্পত্তিতে ঐকমত্য কমিশনের শেষ বৈঠক আজ
.jpg)
বহুল প্রতীক্ষিত রাষ্ট্র সংস্কার সনদ চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের আলোচনার শেষ দিনের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়। আজই রাষ্ট্রপতি নির্বাচন ও তার ক্ষমতাসহ অমীমাংসিত বিষয়গুলোর নিষ্পত্তি করে দলগুলোর মতামতের জন্য সনদের চূড়ান্ত খসড়া তৈরি করা হবে বলে জানিয়েছে কমিশন।
বৈঠকের শুরুতে কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ সাংবাদিকদের বলেন, "রাষ্ট্র সংস্কার নিয়ে আলোচনায় এখন পর্যন্ত উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ৬টি কমিশনের সুপারিশের ভিত্তিতে প্রাথমিক পর্যায়ে এবং আরও ১৩টি বিষয়ে 'নোট অব ডিসেন্ট'সহ (ভিন্নমত) দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। আজ বাকি অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তির মাধ্যমে আমরা দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষ করতে চাই।"
কমিশন সূত্রে জানা গেছে, আজকের বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন, তার ক্ষমতা ও দায়িত্বসহ মোট ৭টি অমীমাংসিত বিষয় আলোচনার টেবিলে রয়েছে। এই বিষয়গুলোতে সমঝোতা প্রতিষ্ঠা করাই আজকের মূল লক্ষ্য।
এর আগে কমিশন 'জুলাই সনদের' পটভূমির একটি খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পর্যালোচনার জন্য দিয়েছিল, যার ওপর দলগুলো তাদের মতামত ও সংশোধনী প্রস্তাব করেছে।
আজকের আলোচনা শেষে সব মতামতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কার সনদের একটি চূড়ান্ত খসড়া তৈরি করা হবে। এরপর সেই খসড়াটি রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে। দলগুলো এতে স্বাক্ষর করার পর সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে পরবর্তী আলোচনা শুরু হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, গতকাল বুধবারের বৈঠকে সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়ে দলগুলো ঐকমত্যে পৌঁছাতে সক্ষম হয়, যা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির একটি প্রস্তাবে গতকাল কোনো সিদ্ধান্ত হয়নি, যা আজকের আলোচনায় স্থান পেতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- পাঁচ কোম্পানির কারণে থমকে গেল শেয়ারবাজারের উত্থান
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর