ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

২১ আগস্ট মামলা: খালাসের রায়ের বিরুদ্ধে শুনানি চলছে

২০২৫ জুলাই ৩১ ১১:৪২:৩৬

২১ আগস্ট মামলা: খালাসের রায়ের বিরুদ্ধে শুনানি চলছে

বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় সব আসামিকে খালাস দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি আপিল বিভাগে দ্বিতীয় দিনের মতো অনুষ্ঠিত হচ্ছে।

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় বিচারপতির বেঞ্চে বৃহস্পতিবার (৩১ জুলাই) এই শুনানি চলছে। এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দিয়েছিলেন হাইকোর্ট।

রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ মাসুদ। আদালতে এসময় বিএনপির জ্যেষ্ঠ আইনজীবীরা উপস্থিত ছিলেন।

এর আগে, চলতি বছরের ১২ জানুয়ারি বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এক রায়ে বিচারিক আদালতের রায় বাতিল করে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরসহ সব আসামিকে খালাস দেন। হাইকোর্ট তার রায়ে উল্লেখ করেন, মামলার বিচার প্রক্রিয়াটি ছিল অবৈধ এবং যে অভিযোগপত্রের ভিত্তিতে বিচার হয়েছিল তা আইনত গ্রহণযোগ্য ছিল না।

হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলের অনুমতি চেয়ে আবেদন করলে গত ১ জুন আপিল বিভাগ তা মঞ্জুর করেন। এরপর গত ১৭ জুলাই থেকে এই আপিলের ওপর শুনানি শুরু হয়।

মামলার প্রেক্ষাপট:

২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এই মামলার রায় ঘোষণা করেন। ওই রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এছাড়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

প্রসঙ্গত, ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাসবিরোধী সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় তৎকালীন বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুরুতর আহত হন এবং আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী নিহত হন। এই ঘটনায় আহত হন কয়েকশ নেতাকর্মী, যাদের অনেকে চিরতরে পঙ্গুত্ব বরণ করেন।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত