ঢাকা, বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

আজ ঢাকায় বিশুদ্ধ বাতাসের স্বস্তি

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ৩১ ০৯:৫৮:২৫
আজ ঢাকায় বিশুদ্ধ বাতাসের স্বস্তি

টানা কয়েকদিনের সহনীয় পর্যায়ের পর বৃহস্পতিবার সকাল থেকে ঢাকার বাতাস সম্পূর্ণ বিশুদ্ধ। গত রাত থেকে চলা বৃষ্টির কারণে বাতাসের দূষিত কণা কমে যাওয়ায় বায়ুমানের এই নাটকীয় উন্নতি হয়েছে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী, আজ সকাল ৯টায় ঢাকার বায়ুমান সূচক (AQI) ছিল মাত্র ৩৬, যা ‘ভালো’ বা বিশুদ্ধ বায়ুর নির্দেশক। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ৯০তম। ঢাকার বাতাস আজ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অনেক শহরের চেয়েও বেশি বিশুদ্ধ।

তুলনামূলকভাবে, গতকাল মঙ্গলবারও ঢাকার বায়ুমান ছিল ৮৬, যা ‘সহনীয়’ হিসেবে গণ্য এবং দূষণের তালিকায় শহরের অবস্থান ছিল ১৩তম।

আজকের তালিকায় বায়ুদূষণের শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা, যার বায়ুমান ১৫৩, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এরপরই রয়েছে কঙ্গোর কিনশাসা (১৫২), যুক্তরাষ্ট্রের মিনিয়াপোলিস (১৫০), কানাডার টরন্টো (১৩৯) এবং যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট (১৩৭)।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত