ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
'জুলাই আন্দোলনে নিহতদের সরকারি তালিকায় অসংগতি পাওয়া গেছে'
অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম জানিয়েছেন, জুলাই আন্দোলনে নিহত ও আহতদের সরকারি তালিকায় বেশ কিছু অসংগতি পাওয়া গেছে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত না থেকেও যারা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, যাচাই-বাছাই শেষে তাদের নাম গেজেট থেকে বাতিল করা হবে।
বুধবার(৩০ জুলাই) জাতীয় প্রেসক্লাবে ‘মুগ্ধ জুলাই’ শীর্ষক একটি শিশুতোষ পত্রিকার বিশেষ সংখ্যার প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, "জুলাইয়ের স্মৃতি অম্লান রাখতে সরকার কাজ করছে। আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে জানুয়ারি ও ফেব্রুয়ারিতে যথাক্রমে শহীদ ও আহতদের তালিকা গেজেট আকারে প্রকাশ করেছি। কিন্তু এখন যাচাই-বাছাইকালে আমরা দেখছি, জুলাই আন্দোলনে সম্পৃক্ত না হয়েও সেসময় মারা গেছেন, এমন অনেকের নাম শহীদ হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। অচিরেই আমরা গেজেট থেকে এসব নাম বাতিল করব। আহতদের তালিকার ক্ষেত্রেও একই পরিশুদ্ধিকরণ প্রক্রিয়া চলছে।"
১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা তৈরির দীর্ঘসূত্রতার উদাহরণ টেনে তিনি বলেন, "আমাদের কাছে ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের দৃষ্টান্ত আছে। ৫৪ বছর পেরিয়ে গেলেও এখনো পরিপূর্ণ তালিকা হয়নি। আমরা চাই না জুলাইয়ের শহীদ ও যোদ্ধাদের ক্ষেত্রে এমনটা ঘটুক। তাই মন্ত্রণালয় ও মাঠ প্রশাসনের মাধ্যমে তালিকাগুলো অত্যন্ত সতর্কতার সাথে পরিশুদ্ধ করা হচ্ছে।"
উপদেষ্টা আরও জানান, জুলাই আন্দোলনে আহতদের জন্য মাসিক ভাতা প্রদান এবং তাদের পুনর্বাসনের বিষয়টি নিয়েও সরকার সক্রিয়ভাবে কাজ করছে।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ মীর মুগ্ধের পিতা মীর মোস্তাফিজুর রহমান এক আবেগঘন স্মৃতিচারণ করেন। তিনি বলেন, "১৮ জুলাই মুগ্ধ আমাকে জিজ্ঞাসা করেছিল, ছাত্রদের এই আন্দোলন যৌক্তিক কি না। আমি বলেছিলাম, অবশ্যই। আমার বয়সে আমি পারলে মুক্তিযুদ্ধে যেতাম। আমার এই কথা শুনেই সে তার মাকে বলে আন্দোলনে যোগ দেয়।"
তিনি আরও বলেন, মুগ্ধ ফ্রিল্যান্সিং করে পরিবারের খরচ চালাত। আন্দোলনে গিয়ে সে অন্যদের জন্য পানি ও বিস্কুট বিতরণ করতে গিয়ে শহীদ হয়। তার বাবা বলেন, "সে আমাদের একটি বার্তা দিয়ে গেছে—মানুষ মানুষের জন্য, সবার উপরে মানুষ সত্য।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- শেয়ারবাজারই হতে পারে ওষুধ শিল্পের নতুন প্রাণশক্তি: ডিএসই চেয়ারম্যান
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: নাহিদ-মিরাজের জোড়া শিকার, সরাসরি(LIVE) দেখুন এখানে
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- শিক্ষাবৃত্তি: প্রতি মাসে পাবে ৩ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা
- পাঁচ ব্যাংকের শেয়ার শূন্য ঘোষণা নিয়ে যা জানালেন অর্থ উপদেষ্টা