ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
দ.কোরিয়ায় বিমান দুর্ঘটনা: ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করছেন পরিবহন মন্ত্রী
.jpg)
ডুয়া ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় নিজের ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন পরিবহন মন্ত্রী পার্ক স্যাং-উও। আজ মঙ্গলবার (০৭ জানুয়ারি) সিউলে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী জানান, জেজু এয়ারের বিমান দুর্ঘটনার জন্য তিনি দায়ী অনুভব করছেন এবং এই কারণে পদত্যাগ করতে চান।
গত ২৯ ডিসেম্বর থাইল্যান্ডের ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়া যাচ্ছিল জেজু এয়ারের ফ্লাইট ৭সি২২১৬, যার মধ্যে ১৮১ জন যাত্রী ছিলেন। বিমানের ১৭৫ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য নিয়ে দুর্ঘটনার শিকার হয় বিমানটি। দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ১৮১ আরোহীর মধ্যে ১৭৯ জনেেই মৃত্যু হয়।
দেশটির পরিবহন মন্ত্রী পার্ক স্যাং-উও বলেছেন, ‘‘এই বিপর্যয়ের জন্য ব্যাপক দায় অনুভব করছি।’’ তিনি বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলা করে তিনি পদত্যাগের সঠিক সময় বের করার চেষ্টা করবেন।
বেসামরিক বিমান চলাচল বিষয়ক উপ-পরিবহন মন্ত্রী জু জং-ওয়ান স্বীকার করেছেন, রানওয়ে নির্মাণের সময় নিরাপত্তা ব্যবস্থার দিকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। তবে কোরিয়ার ও বিদেশের নিয়ম অনুযায়ী তা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
রানওয়ের সামনের প্রাচীর কীভাবে নির্মাণ করা হয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার তদন্তের অংশ হিসেবে পুলিশ গত সপ্তাহে জেজু এয়ার এবং মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যালয়ে অভিযান চালায়।
পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এবং রানওয়ের সামনের প্রাচীরের নির্মাণ কৌশল পর্যালোচনা করছে। এই ঘটনায় উদ্ধার হওয়া বিমানের একটি ইঞ্জিনে পাখির পালক পাওয়া গেছে, তবে বিশেষজ্ঞরা বলছেন, সাধারণত পাখির আঘাতে ল্যান্ডিং গিয়ার বিকল হয় না।
এদিকে বিমানের ফ্লাইট ডেটা রেকর্ডার পুনরুদ্ধারে দুই সদস্যের তদন্ত দল সম্প্রতি যুক্তরাষ্ট্রে রওনা হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের কাছে এই রেকর্ডার হস্তান্তর করবেন তারা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- চলতি সপ্তাহে আসছে ৬৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- ভারতে ঢাবির দুই ছাত্রীর ছবি নিয়ে তোলপাড়, ক্ষোভ
- সাত কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- স্টক ডিভিডেন্ড পেল ৩ কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ৫২ সপ্তাহে সর্বোচ্চ উচ্চতায় শেয়ারবাজারের ৯ কোম্পানি