ঢাকা, শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২
নির্বাচনকে সামনে রেখে ৩৯ আসনের সীমানা বদল
.jpg)
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ৩৯টির সীমানায় পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। এই পরিবর্তনের ফলে দেশের অন্যতম বড় জেলা গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়বে এবং তুলনামূলক কম জনসংখ্যার জেলা বাগেরহাটে একটি আসন কমবে।
বুধবার(৩০ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য জানান।
নির্বাচন কমিশনার বলেন, একটি বিশেষায়িত কারিগরি কমিটির সুপারিশের ভিত্তিতে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানান, ‘সীমানা পুনঃনির্ধারণ আইন-২০২১’ অনুযায়ী প্রশাসনিক অখণ্ডতা, ভৌগোলিক অবস্থান এবং আদমশুমারির তথ্যকে সীমানা নির্ধারণের মূল ভিত্তি হিসেবে ধরা হয়। তবে ২০২২ সালের আদমশুমারিতে কিছু অসামঞ্জস্য থাকায়, কমিশন এবার হালনাগাদ ভোটার তালিকাকেই বিশ্লেষণের প্রধান ভিত্তি হিসেবে ব্যবহার করেছে।
আনোয়ারুল ইসলাম আরও বলেন, "আমাদের হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী, বর্তমানে প্রতি আসনে গড় ভোটার সংখ্যা প্রায় ৪ লাখ ২০ হাজার। এই গড় সংখ্যার ভিত্তিতেই কমিটি বিভিন্ন জেলার ভোটার সংখ্যা বিশ্লেষণ করে দেখেছে, দেশের মধ্যে সর্বোচ্চ ভোটার রয়েছে গাজীপুর জেলায় এবং সর্বনিম্ন ভোটার বাগেরহাট জেলায়।"
তিনি স্পষ্ট করেন, জনসংখ্যা ও ভোটারের এই তারতম্যের কারণেই কারিগরি কমিটি গাজীপুরে একটি আসন বাড়ানোর এবং বাগেরহাটে একটি আসন কমানোর প্রস্তাব দিয়েছে, যা কমিশন গ্রহণ করেছে।
যে ৩৯টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন আসছে সেগুলো হলো- পঞ্চগড়-১ ও ২; রংপুর-৩; সিরাজগঞ্জ-১ ও ২; সাতক্ষীরা-৩ ও ৪; শরীয়তপুর-২ ও ৩; ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯; গাজীপুর-১, ২, ৩, ৫ ও ৬; নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫; সিলেট-১ ও ৩; ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩; কুমিল্লা-১, ২, ১০ ও ১১; নোয়াখালী-১, ২, ৪ ও ৫; চট্টগ্রাম-৭ ও ৮ এবং বাগেরহাট-২ ও ৩।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- এক বহুজাতিকের ধাক্কায়ই কেঁপে উঠল শেয়ারবাজার
- চলতি সপ্তাহে আসছে ৬৫ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- শেয়ারবাজারে চলছে বহুজাতিক কোম্পানির ডিভিডেন্ড উৎসব
- ১১'শ শিক্ষার্থীকে বৃত্তি দিবে ঘুড্ডি ফাউন্ডেশন
- সাত কোম্পানিতে বিনিয়োগ বেড়েছে উদ্যোক্তা পরিচালকদের
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ঢাবির হলে ধূমপায়ীদের সিট না দেওয়ার ঘোষণা; প্রশংসায় ভাসছেন প্রভোস্ট
- ইপিএস প্রকাশ করার তারিখ জানাল ১৫ প্রতিষ্ঠান
- স্টক ডিভিডেন্ড পেল ৩ কোম্পানির বিনিয়োগকারীরা
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
- ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাবে ২ হাজার শিক্ষার্থী
- ৫২ সপ্তাহে সর্বোচ্চ উচ্চতায় শেয়ারবাজারের ৯ কোম্পানি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি