ঢাকা, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২
নির্বাচনকে সামনে রেখে ৩৯ আসনের সীমানা বদল
.jpg)
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ৩৯টির সীমানায় পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। এই পরিবর্তনের ফলে দেশের অন্যতম বড় জেলা গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়বে এবং তুলনামূলক কম জনসংখ্যার জেলা বাগেরহাটে একটি আসন কমবে।
বুধবার(৩০ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য জানান।
নির্বাচন কমিশনার বলেন, একটি বিশেষায়িত কারিগরি কমিটির সুপারিশের ভিত্তিতে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানান, ‘সীমানা পুনঃনির্ধারণ আইন-২০২১’ অনুযায়ী প্রশাসনিক অখণ্ডতা, ভৌগোলিক অবস্থান এবং আদমশুমারির তথ্যকে সীমানা নির্ধারণের মূল ভিত্তি হিসেবে ধরা হয়। তবে ২০২২ সালের আদমশুমারিতে কিছু অসামঞ্জস্য থাকায়, কমিশন এবার হালনাগাদ ভোটার তালিকাকেই বিশ্লেষণের প্রধান ভিত্তি হিসেবে ব্যবহার করেছে।
আনোয়ারুল ইসলাম আরও বলেন, "আমাদের হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী, বর্তমানে প্রতি আসনে গড় ভোটার সংখ্যা প্রায় ৪ লাখ ২০ হাজার। এই গড় সংখ্যার ভিত্তিতেই কমিটি বিভিন্ন জেলার ভোটার সংখ্যা বিশ্লেষণ করে দেখেছে, দেশের মধ্যে সর্বোচ্চ ভোটার রয়েছে গাজীপুর জেলায় এবং সর্বনিম্ন ভোটার বাগেরহাট জেলায়।"
তিনি স্পষ্ট করেন, জনসংখ্যা ও ভোটারের এই তারতম্যের কারণেই কারিগরি কমিটি গাজীপুরে একটি আসন বাড়ানোর এবং বাগেরহাটে একটি আসন কমানোর প্রস্তাব দিয়েছে, যা কমিশন গ্রহণ করেছে।
যে ৩৯টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন আসছে সেগুলো হলো- পঞ্চগড়-১ ও ২; রংপুর-৩; সিরাজগঞ্জ-১ ও ২; সাতক্ষীরা-৩ ও ৪; শরীয়তপুর-২ ও ৩; ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯; গাজীপুর-১, ২, ৩, ৫ ও ৬; নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫; সিলেট-১ ও ৩; ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩; কুমিল্লা-১, ২, ১০ ও ১১; নোয়াখালী-১, ২, ৪ ও ৫; চট্টগ্রাম-৭ ও ৮ এবং বাগেরহাট-২ ও ৩।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- কৃত্রিম চাপে শেয়ারবাজারে অস্থিরতা, সহসা পুনরুদ্ধারের সম্ভাবনা
- এক কোম্পারি অস্থিরতায় শেয়ারবাজারে তোলপাড়
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- মিরাকেলের বিরুদ্ধে মূল্য সংবেদনশীল তথ্য গোপন করার অভিযোগ
- বড় পতনের মধ্যেও শেয়ারবাজারে বিনিয়োগের নতুন ঢেউ