ঢাকা, শুক্রবার, ১ আগস্ট ২০২৫, ১৬ শ্রাবণ ১৪৩২

নির্বাচনকে সামনে রেখে ৩৯ আসনের সীমানা বদল

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ৩০ ১৯:০০:২৭
নির্বাচনকে সামনে রেখে ৩৯ আসনের সীমানা বদল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ৩৯টির সীমানায় পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। এই পরিবর্তনের ফলে দেশের অন্যতম বড় জেলা গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়বে এবং তুলনামূলক কম জনসংখ্যার জেলা বাগেরহাটে একটি আসন কমবে।

বুধবার(৩০ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই গুরুত্বপূর্ণ তথ্য জানান।

নির্বাচন কমিশনার বলেন, একটি বিশেষায়িত কারিগরি কমিটির সুপারিশের ভিত্তিতে কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানান, ‘সীমানা পুনঃনির্ধারণ আইন-২০২১’ অনুযায়ী প্রশাসনিক অখণ্ডতা, ভৌগোলিক অবস্থান এবং আদমশুমারির তথ্যকে সীমানা নির্ধারণের মূল ভিত্তি হিসেবে ধরা হয়। তবে ২০২২ সালের আদমশুমারিতে কিছু অসামঞ্জস্য থাকায়, কমিশন এবার হালনাগাদ ভোটার তালিকাকেই বিশ্লেষণের প্রধান ভিত্তি হিসেবে ব্যবহার করেছে।

আনোয়ারুল ইসলাম আরও বলেন, "আমাদের হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী, বর্তমানে প্রতি আসনে গড় ভোটার সংখ্যা প্রায় ৪ লাখ ২০ হাজার। এই গড় সংখ্যার ভিত্তিতেই কমিটি বিভিন্ন জেলার ভোটার সংখ্যা বিশ্লেষণ করে দেখেছে, দেশের মধ্যে সর্বোচ্চ ভোটার রয়েছে গাজীপুর জেলায় এবং সর্বনিম্ন ভোটার বাগেরহাট জেলায়।"

তিনি স্পষ্ট করেন, জনসংখ্যা ও ভোটারের এই তারতম্যের কারণেই কারিগরি কমিটি গাজীপুরে একটি আসন বাড়ানোর এবং বাগেরহাটে একটি আসন কমানোর প্রস্তাব দিয়েছে, যা কমিশন গ্রহণ করেছে।

যে ৩৯টি সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন আসছে সেগুলো হলো- পঞ্চগড়-১ ও ২; রংপুর-৩; সিরাজগঞ্জ-১ ও ২; সাতক্ষীরা-৩ ও ৪; শরীয়তপুর-২ ও ৩; ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪ ও ১৯; গাজীপুর-১, ২, ৩, ৫ ও ৬; নারায়ণগঞ্জ-৩, ৪ ও ৫; সিলেট-১ ও ৩; ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩; কুমিল্লা-১, ২, ১০ ও ১১; নোয়াখালী-১, ২, ৪ ও ৫; চট্টগ্রাম-৭ ও ৮ এবং বাগেরহাট-২ ও ৩।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাবিতে অদম্য-২৪ স্মৃতিস্তম্ভ উদ্বোধন

জাবিতে অদম্য-২৪ স্মৃতিস্তম্ভ উদ্বোধন

দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য-২৪’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প, গৃহায়ণ ও... বিস্তারিত