ঢাকা, বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২

দলে ফিরতে কী করতে হবে সাকিবকে?

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ জুলাই ২৭ ১৮:১৯:৩৭
দলে ফিরতে কী করতে হবে সাকিবকে?

গত আট মাস ধরে জাতীয় দলের বাইরে আছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে খেলতে আগ্রহী তিনি।

তবে আওয়ামী লীগের সরকারের পতনের পর হত্যা মামলার আসামি হয়েছেন তিনি। এই মামলায় গ্রেফতার আতঙ্কে বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে অবস্থান করছেন। দেশে ফিরতে না পারায় স্বাভাবিকভাবেই জাতীয় দলেও তার ফেরা সম্ভব হচ্ছে না।

তবে চাইলে জাতীয় দলে খেলতে পারবেন তিনি! এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, “সাকিবকে দলে ফিরতে হলে আগে দেশে ফিরতে হবে।”

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, “সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটার, সে সব ফরম্যাটে রিটায়ার্ড করেনি, তাই সে অ্যাভেইলেবল। ক্রিকেটার হিসেবে তাকে দলে আনতে হলে আমি তো পারবো না। সেটার জন্যে সিলেকশন টিম আছে। সিলেকশন টিম যদি মনে করে সাকিবের ফিটনেস ঠিক আছে, তবে সাকিব খেলতে পারে। সাকিব এখন দেশে নাই, যদি দেশে থাকে তখন সিলেক্টররা চিন্তা করতে পারবে। সাকিবকে প্রথমে দেশে আসতে হবে বা দেশে থাকতে হবে, তারপর বিসিবি সেটা নিয়ে চিন্তা করতে পারে।”

গত বছরের আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রাজনৈতিক পালাবদলের পর থেকেই দেশে ফেরেননি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।

এরই মধ্যে শোনা যাচ্ছিল বিদেশের মাঠে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ দলের হয়ে খেলতে পারেন সাকিব। তবে এবার এ বিষয়ে স্পষ্ট অবস্থান জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি।

বিসিবি সভাপতি বলেন, “সাকিব আল হাসান যদি জাতীয় দলে ফিরতে চান, তবে তাকে অবশ্যই আগে দেশে ফিরতে হবে। এরপর তার ফিটনেস মূল্যায়ন করা হবে। যদি নির্বাচকরা মনে করেন যে তিনি দলে জায়গা পাওয়ার উপযুক্ত, তবেই তাকে বিবেচনা করা হবে।”

এর আগে সাকিব দেশের মাটিতে একটি টেস্ট ম্যাচ খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিতে চেয়েছিলেন। কিন্তু 'নিরাপত্তার অভাব' উল্লেখ করে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেননি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত