ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা

২০২৫ জুলাই ২৪ ২১:০৫:৪৬

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা

সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই প্রতিবেশি দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এমতাবস্থায় ওই দুই দেশের সীমান্তবর্তী এলাকায় বসবাসকারী বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এই পরামর্শ দেয় দূতাবাস।

এতে বলা হয়, থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে ভ্রমণ বা বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের নিরাপদ অবস্থানে থাকতে বা সরে যেতে পরামর্শ দেওয়া হচ্ছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো তথ্য বা মত প্রকাশ করার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া জরুরি প্রয়োজনে বাংলাদেশি নাগরিকদের +৬৬৮১৮৭০৮৪৪৩ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত