ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
সিএসই-তে হঠাৎ লেনদেনের বড় ঢেউ
দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনে বড় ঢেউ দেখা গেছে। আজ প্রতিষ্ঠানটিতে আগের দিনের চেয়ে সাড়ে ৮ গুণ বেড়েছে। লেনদেনের পাশাপাশি সূচক ও বেশিরভাগ প্রতিষ্ঠানের দামও বেড়েছে। যেখানে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম কমার পাশাপাশি লেনদেন কমেছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেনে দেখা গেছে চমকপ্রদ উত্থান। টাকার অংকে আজকের মোট লেনদেন দাঁড়িয়েছে ৫৬ কোটি ১৮ লাখ ৫৭ হাজার টাকা, যা আগের দিনের মাত্র ৬ কোটি ৬৭ লাখ ৪৯ হাজার টাকা। একদিনের ব্যবধানে বেড়েছে ৪৯ কোটি ৫১ লাখ ৭ হাজার টাকা। শতাংশের হিসেবে এটি সাড়ে ৮ গুণের বেশি বৃদ্ধি—যা সাম্প্রতিক সময়ে সিএসইতে দেখা সবচেয়ে বড় লেনদেন বৃদ্ধির ঘটনা।
লেনদেনের বড় এই প্রবৃদ্ধির পেছনে ছিল দুই কোম্পান-বিদ্যুৎ ও জ্বালানি খাতের মেঘনা পেট্রোলিয়াম ও খাদ্য খাদের লাভেলো আইসক্রীম। আজ মেঘনা পেট্রোলিয়ামের লেনদেন হয়েছে ২৯ কোটি ৭৫ লাখ টাকা এবং লাভেলো আইসক্রীমে ১৭ কোটি ৫৮ লাখ টাকা। এই দুই কোম্পানিরই লেনদেন হয়েছে ৪৭ কোটি ৩৩ লাখ টাকার, যা মোট লেনদনের প্রায় ৮৪ শতাংশ।
সাধারণত সিএসইতে দৈনিক লেনদেন ১০ কোটি টাকার নিচে সীমাবদ্ধ থাকে। চলতি সপ্তাহেও কোনো দিন লেনদেন ৮ কোটির গণ্ডি ছাড়ায়নি। এর প্রেক্ষিতে আজকের এই হঠাৎ লেনদেন বৃদ্ধি বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে এবং বাজার বিশ্লেষকদের নজর কেড়েছে।
বিশ্লেষকদের মতে, লেনদেনের এমন ব্যতিক্রমী উত্থান প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয়তা, বড় অর্ডার, বা কোনো বিশেষ খবরে উদ্দীপ্ত হয়ে থাকতে পারে। যদিও এই অস্বাভাবিক লেনদেনের নির্দিষ্ট কারণ এখনো পরিষ্কার নয়। তবে এর মাধ্যমে বাজারে স্বল্পমেয়াদি ইতিবাচক মনোভাব তৈরি হতে পারে বলে ধারণা করছেন তারা।
তবে তারা এটিও সতর্ক করে দিচ্ছেন, মৌলভিত্তিগত উন্নতি ছাড়া এ ধরনের আচমকা লেনদেন প্রবণতা দীর্ঘস্থায়ী হয় না। যদি এসব লেনদেন কৃত্রিম প্রভাব বা গুজবনির্ভর হয়ে থাকে, তবে তা ভবিষ্যতে বাজারে অস্থিরতা ডেকে আনতে পারে। তাই বিনিয়োগকারীদের উচিত এসব চমকপ্রদ পরিস্থিতিতে সচেতন ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়া এবং কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগের আগে চিন্তা-ভাবনা করা। তবে কোম্পানি দুটিই শেয়ারহোল্ডারদের ভালো ডিভিডেন্ড দিচ্ছে। বিশেষ করে মেঘনা পেট্রোলিয়াম শেয়ারবাজারে ডিভিডেন্ডের শীর্ষ ১০ কোম্পানির একটি।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক