ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২
সিএসই-তে হঠাৎ লেনদেনের বড় ঢেউ

দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনে বড় ঢেউ দেখা গেছে। আজ প্রতিষ্ঠানটিতে আগের দিনের চেয়ে সাড়ে ৮ গুণ বেড়েছে। লেনদেনের পাশাপাশি সূচক ও বেশিরভাগ প্রতিষ্ঠানের দামও বেড়েছে। যেখানে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে বেশিরভাগ প্রতিষ্ঠানের দাম কমার পাশাপাশি লেনদেন কমেছে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেনে দেখা গেছে চমকপ্রদ উত্থান। টাকার অংকে আজকের মোট লেনদেন দাঁড়িয়েছে ৫৬ কোটি ১৮ লাখ ৫৭ হাজার টাকা, যা আগের দিনের মাত্র ৬ কোটি ৬৭ লাখ ৪৯ হাজার টাকা। একদিনের ব্যবধানে বেড়েছে ৪৯ কোটি ৫১ লাখ ৭ হাজার টাকা। শতাংশের হিসেবে এটি সাড়ে ৮ গুণের বেশি বৃদ্ধি—যা সাম্প্রতিক সময়ে সিএসইতে দেখা সবচেয়ে বড় লেনদেন বৃদ্ধির ঘটনা।
লেনদেনের বড় এই প্রবৃদ্ধির পেছনে ছিল দুই কোম্পান-বিদ্যুৎ ও জ্বালানি খাতের মেঘনা পেট্রোলিয়াম ও খাদ্য খাদের লাভেলো আইসক্রীম। আজ মেঘনা পেট্রোলিয়ামের লেনদেন হয়েছে ২৯ কোটি ৭৫ লাখ টাকা এবং লাভেলো আইসক্রীমে ১৭ কোটি ৫৮ লাখ টাকা। এই দুই কোম্পানিরই লেনদেন হয়েছে ৪৭ কোটি ৩৩ লাখ টাকার, যা মোট লেনদনের প্রায় ৮৪ শতাংশ।
সাধারণত সিএসইতে দৈনিক লেনদেন ১০ কোটি টাকার নিচে সীমাবদ্ধ থাকে। চলতি সপ্তাহেও কোনো দিন লেনদেন ৮ কোটির গণ্ডি ছাড়ায়নি। এর প্রেক্ষিতে আজকের এই হঠাৎ লেনদেন বৃদ্ধি বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে এবং বাজার বিশ্লেষকদের নজর কেড়েছে।
বিশ্লেষকদের মতে, লেনদেনের এমন ব্যতিক্রমী উত্থান প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্রিয়তা, বড় অর্ডার, বা কোনো বিশেষ খবরে উদ্দীপ্ত হয়ে থাকতে পারে। যদিও এই অস্বাভাবিক লেনদেনের নির্দিষ্ট কারণ এখনো পরিষ্কার নয়। তবে এর মাধ্যমে বাজারে স্বল্পমেয়াদি ইতিবাচক মনোভাব তৈরি হতে পারে বলে ধারণা করছেন তারা।
তবে তারা এটিও সতর্ক করে দিচ্ছেন, মৌলভিত্তিগত উন্নতি ছাড়া এ ধরনের আচমকা লেনদেন প্রবণতা দীর্ঘস্থায়ী হয় না। যদি এসব লেনদেন কৃত্রিম প্রভাব বা গুজবনির্ভর হয়ে থাকে, তবে তা ভবিষ্যতে বাজারে অস্থিরতা ডেকে আনতে পারে। তাই বিনিয়োগকারীদের উচিত এসব চমকপ্রদ পরিস্থিতিতে সচেতন ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়া এবং কোম্পানিগুলোর শেয়ারে বিনিয়োগের আগে চিন্তা-ভাবনা করা। তবে কোম্পানি দুটিই শেয়ারহোল্ডারদের ভালো ডিভিডেন্ড দিচ্ছে। বিশেষ করে মেঘনা পেট্রোলিয়াম শেয়ারবাজারে ডিভিডেন্ডের শীর্ষ ১০ কোম্পানির একটি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প