ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

ব্যাংক ও আর্থিক খাতের শেয়ারের নজরকাড়া পারফরম্যান্স

ডুয়া নিউজ- শেয়ারবাজার
২০২৫ জুলাই ২৫ ১৬:১৫:৪৩
ব্যাংক ও আর্থিক খাতের শেয়ারের নজরকাড়া পারফরম্যান্স

বিদায়ী সপ্তাহে (২০-২৪ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছে ব্যাংক ও আর্থিক খাতের শেয়ারগুলো। সপ্তাহজুড়ে বাজারে সূচক ঊর্ধ্বমুখী থাকলেও সবচেয়ে বেশি আলোচনায় এসেছে এই দুই খাতের কোম্পানিগুলো।

শেয়ারদরের সাপ্তাহিক বৃদ্ধির দিক থেকে যে শীর্ষ ১০টি কোম্পানি তালিকায় উঠে এসেছে, সেগুলোর সবগুলোই ব্যাংক ও আর্থিক খাতভুক্ত। এর মধ্যে ৫টি ব্যাংক খাতের, আর বাকি ৫টি আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি।

সবচেয়ে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে উত্তরা ফাইন্যান্স। কোম্পানিটির শেয়ারদর এক সপ্তাহে বেড়েছে রেকর্ড ৫২.৬৩ শতাংশ। আগের সপ্তাহের শেষ দিনে যেখানে এর শেয়ারদর ছিল ১১ টাকা ৪০ পয়সা, বিদায়ী সপ্তাহের শেষ দিনে তা দাঁড়িয়েছে ১৭ টাকা ৪০ পয়সায়।

দ্বিতীয় স্থানে রয়েছে এনসিসি ব্যাংক, যার শেয়ারদর বেড়েছে ১৮.৮১ শতাংশ বা ১ টাকা ৯০ পয়সা। আগের সপ্তাহে ১০ টাকা ১০ পয়সা দরে লেনদেন হওয়া এই শেয়ার সপ্তাহ শেষে ক্লোজ হয়েছে ১২ টাকায়।

তৃতীয় অবস্থানে রয়েছে ব্যাংক এশিয়া, যার শেয়ারদর বেড়েছে ১৮.৭৫ শতাংশ। আগের সপ্তাহে ১৬ টাকায় লেনদেন হওয়া শেয়ারটি বিদায়ী সপ্তাহ শেষে দাঁড়ায় ১৯ টাকায়।

তালিকার বাকি প্রতিষ্ঠানগুলোর মধ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ১৮.৪২ শতাংশ, আইডিএলসির ১৮.২১ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ১৭.৮৫ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ১৭.০৭ শতাংশ, প্রাইম ব্যাংকের ১৬ শতাংশ, আইপিডিসির ১৫.৯৫ শতাংশ এবং প্রিমিয়ার লিজিংয়ের শতাংশ দর বেড়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত