ঢাকা, শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২

বিনিয়োগ শিক্ষা জোরদার করছে বিএসইসি, মাঠে নামছে বিএএসএম

২০২৬ জানুয়ারি ৩১ ২২:৫৪:০৮

বিনিয়োগ শিক্ষা জোরদার করছে বিএসইসি, মাঠে নামছে বিএএসএম

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারকে দীর্ঘমেয়াদে শক্ত ভিতের ওপর দাঁড় করাতে বিনিয়োগ শিক্ষা কার্যক্রমকে আরও বিস্তৃত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ‘প্রশিক্ষিত বিনিয়োগকারী, সমৃদ্ধ শেয়ারবাজার’—এই লক্ষ্যকে সামনে রেখে কমিশনের একাডেমিক শাখা বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম)-কে নিয়মিত ও কাঠামোবদ্ধ প্রশিক্ষণ পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। বিএসইসির ফাইন্যান্সিয়াল লিটারেসি ডিভিশন থেকে পাঠানো এক চিঠির মাধ্যমে এই নির্দেশনা জানানো হয়।

চিঠিতে বলা হয়েছে, প্রশিক্ষণ কার্যক্রমের স্বচ্ছতা ও অগ্রগতি নিশ্চিত করতে প্রতি মাসে আয়োজিত সব প্রশিক্ষণের বিস্তারিত তথ্য এবং অংশগ্রহণকারীদের তালিকা পরবর্তী মাসের ১ তারিখের মধ্যে কমিশনে জমা দিতে হবে। একই সঙ্গে প্রশিক্ষণের জন্য নির্দিষ্ট লক্ষ্যমাত্রাও বেঁধে দেওয়া হয়েছে। এর আওতায় চলতি ২০২৫-২৬ অর্থবছরে ৫ হাজার এবং আগামী ২০২৬-২৭ অর্থবছরে ৫ হাজার ৫০০ জন সাধারণ বিনিয়োগকারীকে প্রশিক্ষণের অন্তর্ভুক্ত করার নির্দেশ রয়েছে।

বিনিয়োগ শিক্ষা কার্যক্রমকে আরও সহজলভ্য করতে প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে বিএসইসি। কমিশনের বিনিয়োগ শিক্ষা বিষয়ক ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলের লিংক এখন জাতীয় তথ্য বাতায়নে যুক্ত করা হয়েছে। ফলে দেশের যেকোনো বিভাগ, জেলা বা উপজেলা পর্যায়ের সরকারি ওয়েবসাইট থেকেই সাধারণ মানুষ সহজে এসব লিংকে প্রবেশ করে পুঁজিবাজার সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য, ভিডিও ও টিউটোরিয়াল দেখতে পারবেন।

বিএসইসির মতে, বিনিয়োগকারীদের আর্থিক জ্ঞান ও সচেতনতা বাড়লে অযৌক্তিক ঝুঁকি নেওয়া এবং গুজবের ওপর নির্ভর করে বিনিয়োগের প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। এতে বাজারে স্থিতিশীলতা ও স্বচ্ছতা বাড়বে বলে আশা করছে নিয়ন্ত্রক সংস্থাটি। প্রশিক্ষণপ্রাপ্ত বিনিয়োগকারীরা কোম্পানির আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে দীর্ঘমেয়াদি বিনিয়োগ সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন, যা সামগ্রিকভাবে বাজারকে আরও ভারসাম্যপূর্ণ করবে।

বাজার সংশ্লিষ্টদের ধারণা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে সাধারণ বিনিয়োগকারীরা বড় ধরনের আর্থিক ক্ষতির ঝুঁকি থেকে অনেকটাই সুরক্ষিত থাকবেন। বিশেষ করে নতুন বিনিয়োগকারীদের জন্য এটি একটি কার্যকর সুরক্ষা বলয় হিসেবে কাজ করবে বলে মনে করছেন তারা।

প্রসঙ্গত, ২০১৯ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম) হলো বিএসইসির একটি বিশেষায়িত একাডেমিক প্রতিষ্ঠান, যার মূল লক্ষ্য বিনিয়োগকারীদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানো। বর্তমানে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং মহাপরিচালক হিসেবে রয়েছেন কামরুল আমন খান। প্রতিষ্ঠানটি নিয়মিত ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল অ্যানালাইসিস, ফিনটেক এবং অথোরাইজড রিপ্রেজেন্টেটিভদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কোর্স ও সেমিনার আয়োজন করে আসছে, যা বাজারে পেশাদারিত্ব বাড়ানো এবং ক্যাশ প্রবাহজনিত ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা রাখছে।

এএসএম/

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন