ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

শেয়ারবাজারের উত্থান ধরে রাখলো তিন খাত

ডুয়া নিউজ- শেয়ারবাজার
২০২৫ জুলাই ২৪ ১৫:২৭:৫১
শেয়ারবাজারের উত্থান ধরে রাখলো তিন খাত

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ারবাজারে ধারাবাহিক উত্থান ধরে রেখেছে তিন খাতের শেয়ার। খাত তিনটি হলো- ব্যাংক, বীমা ও আর্থিক খাত। এদিন এই তিন খাতের মধ্যে বীমা খাতের শতভাগ কোম্পানির দর বেড়েছে। দ্বিতীয় স্থানে থাকা আর্থিক খাতের ৯১.৩০ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এছাড়া, ব্যাংক খাতের ৫৮.৩৩ শতাংশ কোম্পানির দর বেড়েছে।

অন্যদিকে, আজ ডিএসইতে শতভাগ কোম্পানির দরপতন ঘটেছে ৩ খাতে। খাত ৩টি হলো- সিরামিক, সিমেন্ট এবং পাট। দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে টান্যারি খাতে। এদিন এই খাতে ৮৩.৩৩ শতাংশ কোম্পানির দর কমেছে। এরপর ওষুধ ও রসায়ন খাতে ৭৬.৪৭ শতাংশ ও প্রকৌশল খাতে ৭৬.১৯ শতাংশ কোম্পানির দর কমেছে। এছাড়া, আজ ডিএসইতে অন্য ১৩ খাতের শেয়ারের বেশিরভাগ দাম কমেছে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ (২৪ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। কিন্তু তার স্থায়িত্ব ছিল কম। কিছুক্ষণ পর সূচকের একটানা পতন ঘটে। এরপর সূচক একটানা বেড়ে ৫ হাজার ৪১১ পয়েন্ট পর্যন্ত উঠে যায়। এরপর আবারও এক ঘন্টা পর্যন্ত সূচকের টানা পতন ঘটে। পরবর্তীতে সূচকের তীর আবারও উপরের দিকে উঠতে থাকে এবং স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। এর ফলে দিনশেষে সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দামও কমেছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর। এখানে ৫টি সূচকের মধ্যে ৪টি বেড়েছে এবং ১টি কমেছে।

বাজার পর্যালোচনা

আজ বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮.০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৯২.০৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫.৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৭২.৬৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৮৯.৭৬ পয়েন্টে।

আজ ডিএসইতে মোট ৩৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৬১টির দর বেড়েছে, ১৭১টির দর কমেছে এবং ৬৬টির দর অপরিবর্তিত রয়েছে।

ডিএসইতে আজ মোট ৯৫৩ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার ২৩ জুলাই লেনদেন হয়েছিল ৯৮৬ কোটি ৫৩ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৩৪ কোটি ৭৫ লাখ টাকা।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ৫৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।

আজ সিএসইতে লেনদেন হওয়া ২৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৪টির, কমেছে ৯৮টির এবং পরিবর্তন হয়নি ৩৭টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০২.৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭.৮ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ২৩৫.০৭ পয়েন্ট বেড়েছিল।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত