ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২
শেয়ারবাজারের উত্থান ধরে রাখলো তিন খাত

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার শেয়ারবাজারে ধারাবাহিক উত্থান ধরে রেখেছে তিন খাতের শেয়ার। খাত তিনটি হলো- ব্যাংক, বীমা ও আর্থিক খাত। এদিন এই তিন খাতের মধ্যে বীমা খাতের শতভাগ কোম্পানির দর বেড়েছে। দ্বিতীয় স্থানে থাকা আর্থিক খাতের ৯১.৩০ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এছাড়া, ব্যাংক খাতের ৫৮.৩৩ শতাংশ কোম্পানির দর বেড়েছে।
অন্যদিকে, আজ ডিএসইতে শতভাগ কোম্পানির দরপতন ঘটেছে ৩ খাতে। খাত ৩টি হলো- সিরামিক, সিমেন্ট এবং পাট। দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে টান্যারি খাতে। এদিন এই খাতে ৮৩.৩৩ শতাংশ কোম্পানির দর কমেছে। এরপর ওষুধ ও রসায়ন খাতে ৭৬.৪৭ শতাংশ ও প্রকৌশল খাতে ৭৬.১৯ শতাংশ কোম্পানির দর কমেছে। এছাড়া, আজ ডিএসইতে অন্য ১৩ খাতের শেয়ারের বেশিরভাগ দাম কমেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ (২৪ জুলাই) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। কিন্তু তার স্থায়িত্ব ছিল কম। কিছুক্ষণ পর সূচকের একটানা পতন ঘটে। এরপর সূচক একটানা বেড়ে ৫ হাজার ৪১১ পয়েন্ট পর্যন্ত উঠে যায়। এরপর আবারও এক ঘন্টা পর্যন্ত সূচকের টানা পতন ঘটে। পরবর্তীতে সূচকের তীর আবারও উপরের দিকে উঠতে থাকে এবং স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়। এর ফলে দিনশেষে সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে। তবে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দামও কমেছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। একই সঙ্গে বেড়েছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর। এখানে ৫টি সূচকের মধ্যে ৪টি বেড়েছে এবং ১টি কমেছে।
বাজার পর্যালোচনা
আজ বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮.০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৯২.০৪ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫.৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৭২.৬৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩.২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৮৯.৭৬ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৬১টির দর বেড়েছে, ১৭১টির দর কমেছে এবং ৬৬টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৯৫৩ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার ২৩ জুলাই লেনদেন হয়েছিল ৯৮৬ কোটি ৫৩ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৩৪ কোটি ৭৫ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ৫৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১১৪টির, কমেছে ৯৮টির এবং পরিবর্তন হয়নি ৩৭টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০২.৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭.৮ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ২৩৫.০৭ পয়েন্ট বেড়েছিল।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৯ কোম্পানি
- বহুজাতিক কোম্পানির ‘এ’ ক্যাটাগরিতে প্রত্যাবর্তন
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১২ কোম্পানি
- শেয়ারবাজারের উত্থান কি টেকসই হবে? বিশ্লেষকরা যা বলছেন
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ২২ জুলাই : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা, এনসিপির সকল কার্যক্রম স্থগিত
- শেয়ারবাজারে চমক দেখাল দুই বহুজাতিক কোম্পানি
- সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৪ কোম্পানির শেয়ার
- ৬ জায়গায় হবে ডাকসুর ভোটগ্রহণ
- পাঁচ কোম্পানির শেয়ারে বেড়েছে বিদেশি বিনিয়োগ
- চাহিদার তুঙ্গে ১০ কোম্পানির শেয়ার
- যুক্তরাষ্ট্রের ওষুধ বাজার থেকে বাদ পড়তে পারে বাংলাদেশ
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বৃত্তির সাক্ষাৎকার নিয়ে নতুন নির্দেশনা