ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২
আগস্টে মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা, হতে পারে যেসব চুক্তি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী আগস্টের দ্বিতীয় সপ্তাহে মালয়েশিয়া সফরে যাচ্ছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই রাষ্ট্রীয় সফরে প্রতিরক্ষা খাতে একটি গুরুত্বপূর্ণ চুক্তি এবং আরও তিন থেকে চারটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১১ থেকে ১৩ আগস্ট প্রধান উপদেষ্টার এই সফর অনুষ্ঠিত হবে। সফরটি সফল করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো এবং কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন একযোগে কাজ করছে। সফরের কর্মসূচি এখনো চূড়ান্ত আলোচনার পর্যায়ে থাকলেও মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের একটি দ্বিপক্ষীয় বৈঠক নিশ্চিত হয়েছে।
কূটনৈতিক সূত্র অনুসারে, এই সফরে মালয়েশিয়া বাংলাদেশের সঙ্গে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিসহ চারটি সমঝোতা স্মারক সই করতে আগ্রহী। এর মধ্যে সেমিকন্ডাক্টর শিল্প, ফরেন সার্ভিস একাডেমি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে। জ্বালানি খাতে একটি সমঝোতা স্মারকের আলোচনা চললেও সেটি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা কম।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা জানান, এই সফরটি জুলাই মাসে হওয়ার কথা থাকলেও ব্যস্ততার কারণে আগস্টে পুনঃনির্ধারণ করা হয়েছে। এটি একটি পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফর হবে এবং এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
সরকারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের বর্তমান বাণিজ্য প্রায় ৩ বিলিয়ন ডলার, যা আরও বাড়ানোর সুযোগ রয়েছে। এই সফরে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়েও বিস্তারিত আলোচনা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বল্প মূল্যে কম্পিউটার স্কিল ট্রেনিং কোর্সে ভর্তির সুযোগ, আসন সীমিত
- যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- শেয়ারবাজারের ৩ প্রতিষ্ঠানের ২৯৬ কোটি টাকা মানি লন্ডারিং
- সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা, এনসিপির সকল কার্যক্রম স্থগিত
- ঢাবি অ্যালামনাই ও নিউ হরাইজন কানাডিয়ান স্কুলের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৬ জায়গায় হবে ডাকসুর ভোটগ্রহণ
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- ১০ লাখ শেয়ার কেনার ঘোষণা তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তার
- ইপিএস ঘোষণার তারিখ জানাল দুই কোম্পানি
- ‘শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই’
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা
- নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে: দুদু
- ইপিএস প্রকাশ করেছে ৪ কোম্পানি
- শেয়ার কারসাজিকারীদের শাস্তি ১০ বছর করার প্রস্তাব