ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও জয় কি আন্তর্জাতিক ওয়ারেন্টের মুখে?

২০২৫ সেপ্টেম্বর ০৪ ১৭:৪২:১৭

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও জয় কি আন্তর্জাতিক ওয়ারেন্টের মুখে?

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য বাংলাদেশ পুলিশ সদরদপ্তরে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)–এর একটি প্লট জালিয়াতি মামলার তদন্তের অংশ হিসেবে দুদকের তদন্ত কর্মকর্তারা এ চিঠি পাঠান।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন এবং তাদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।

এ অবস্থায়, তাদের আন্তর্জাতিকভাবে গ্রেপ্তার ও দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ইন্টারপোলের সহযোগিতা প্রয়োজন।

জানা গেছে, রাজউকের অভিজাত এলাকায় অবস্থিত একটি দামী প্লট জালিয়াতির মাধ্যমে বরাদ্দ নেওয়া, নথি গোপন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে তদন্ত করছে দুদক।

তবে এ বিষয়ে এখনো শেখ হাসিনা বা তার পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দুদকের পক্ষ থেকে চিঠিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশের সংশ্লিষ্ট আন্তর্জাতিক শাখাকে অনুরোধ জানানো হয়েছে।

নয়ন

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ

টাকার বিনিময়ে আজকের বৈদেশিক মুদ্রার রেট

টাকার বিনিময়ে আজকের বৈদেশিক মুদ্রার রেট

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য দিন দিন সম্প্রসারণের সঙ্গে সঙ্গে বৈদেশিক মুদ্রার লেনদেনও বাড়ছে। ব্যবসায়, আমদানি-রপ্তানি এবং আন্তর্জাতিক বিনিয়োগের কার্যক্রম... বিস্তারিত