ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২

রোহিঙ্গা সংকটে আসিয়ানকে সতর্ক করল এপিএইচআর

২০২৫ সেপ্টেম্বর ০৪ ১৪:৫৮:৩৯

রোহিঙ্গা সংকটে আসিয়ানকে সতর্ক করল এপিএইচআর

নিজস্ব প্রতিবেদকঃকক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে ক্রমবর্ধমান মানবিক সংকটের পরিপ্রেক্ষিতে আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতি জরুরি সমষ্টিগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস (এপিএইচআর)। সংস্থাটি সতর্ক করে বলেছে, যদি আঞ্চলিক দেশগুলো তৎপর না হয়, তাহলে মানবপাচার, অস্ত্র ও মাদক চোরাচালান এবং শরণার্থীর অনুপ্রবেশের মতো ঝুঁকি বৃদ্ধি পাবে, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলবে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এপিএইচআর এই আহ্বান জানায়।

তারা বাংলাদেশের সরকারকে রোহিঙ্গাদের আতিথ্য ও সহায়তার জন্য ধন্যবাদ জানায় এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের ফলাফলের কথা তুলে ধরে। এই বৈঠকে সংকটের টেকসই সমাধান এবং অনুসন্ধানের ফলাফল নিয়ে আলোচনা করা হয়েছে।

সংস্থা জানিয়েছে, ২০১৮ সালের জানুয়ারিতে তাদের প্রথম বাস্তবতা যাচাই সফরের ভিত্তিতে রোহিঙ্গা শিবিরের জীবনযাপন, বিশেষত আসন্ন খাদ্য সংকটের বিষয়ে আসিয়ান ও সদস্য রাষ্ট্রগুলোকে অবহিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ইতোমধ্যেই সতর্ক করেছে যে, ২০২৫ সালের নভেম্বরের পর খাদ্য বিতরণ বন্ধ হয়ে যাবে যদি প্রতি মাসে ১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার তহবিল না জোগাড় হয়।

এপিএইচআর অবিলম্বে একটি আঞ্চলিক মানবিক তহবিল গঠনের আহ্বান জানিয়েছে, যা রোহিঙ্গাদের মধ্যে ক্ষুধা প্রতিরোধ এবং জীবনরক্ষাকারী সহায়তা প্রদানে ব্যবহৃত হবে। এছাড়া সংস্থাটি রোহিঙ্গা শিশু ও যুবকদের জন্য স্বীকৃত স্কুল শিক্ষা এবং কারিগরি প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করার জন্য আসিয়ানকে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে কাজ করার আহ্বান জানিয়েছে।

এপিএইচআর প্রতিনিধি দল জানিয়েছে, ফিলিপাইন সরকারের উদ্যোগে রোহিঙ্গা শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও উচ্চশিক্ষার সুযোগ প্রদানের প্রশংসা করা হয়েছে। সংস্থার সদস্যরা আশঙ্কা প্রকাশ করেছেন, রোহিঙ্গা সংকট শুরু হওয়ার আট বছর পেরিয়েও আসিয়ান এখনো এই সমস্যাকে পর্যাপ্ত গুরুত্ব দিচ্ছে না। যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয়, মানব পাচার, অবৈধ বাণিজ্য ও অস্থিতিশীলতা গোটা অঞ্চলের জন্য হুমকি তৈরি করবে।

মালয়েশিয়া, থাইল্যান্ড ও ফিলিপাইনের সাবেক ও বর্তমান সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত এপিএইচআর প্রতিনিধি দল ১ থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত কক্সবাজারের রোহিঙ্গা শিবির ও স্বাগতিক সম্প্রদায়ের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেছে। তারা আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের দ্রুত ও সমন্বিত পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে।

ইএইচপি

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

রোহিঙ্গা সংকটে আসিয়ানকে সতর্ক করল এপিএইচআর

রোহিঙ্গা সংকটে আসিয়ানকে সতর্ক করল এপিএইচআর

নিজস্ব প্রতিবেদকঃকক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে ক্রমবর্ধমান মানবিক সংকটের পরিপ্রেক্ষিতে আসিয়ানভুক্ত দেশগুলোর প্রতি জরুরি সমষ্টিগত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে আসিয়ান পার্লামেন্টারিয়ানস... বিস্তারিত

টাকার বিনিময়ে আজকের বৈদেশিক মুদ্রার রেট

টাকার বিনিময়ে আজকের বৈদেশিক মুদ্রার রেট

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য দিন দিন সম্প্রসারণের সঙ্গে সঙ্গে বৈদেশিক মুদ্রার লেনদেনও বাড়ছে। ব্যবসায়, আমদানি-রপ্তানি এবং আন্তর্জাতিক বিনিয়োগের কার্যক্রম... বিস্তারিত