ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নির্বাচনের উপযোগী: ইসি সচিব
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ কোনো উদ্বেগ প্রকাশ করেননি।
সোমবার (২০ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বিষয়ক এক দীর্ঘ বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী বিদ্যমান পরিস্থিতি নিয়ে কোনো ধরনের উদ্বেগ জানায়নি। বরং একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য তারা দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রাক-প্রস্তুতিমূলক সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইসি সচিব আখতার আহমেদ জানান, এটি ছিল প্রাথমিক বৈঠক এবং ধাপে ধাপে আরও আলোচনা অনুষ্ঠিত হবে, যা একটি সুসংহত নির্বাচন অনুষ্ঠানের পথ তৈরি করবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে ভোটের উপযোগী রয়েছে এবং এটিকে আরও সুসংহত করার জন্য আজকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে সচিব জোর দিয়ে বলেছেন। নিরাপত্তা বাহিনীর মোতায়েনের সময় পাঁচ দিন থেকে বাড়িয়ে আট দিন করার একটি প্রস্তাব এসেছে, যার মধ্যে নির্বাচনের আগে তিন দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরে চার দিন মোতায়েনের কথা বলা হয়েছে। ইসি এই প্রস্তাবটি পর্যালোচনা করবে।
নির্বাচনী প্রচারণায় ড্রোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে, তবে আইনশৃঙ্খলা বাহিনী তাদের প্রয়োজনে ড্রোন ব্যবহার করতে পারবে। এআই-এর অপব্যবহার রোধে কমিশন আরও পর্যালোচনা করছে এবং এ বিষয়ে মঙ্গলবার একটি সেমিনার ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। আসন্ন নির্বাচনে সশস্ত্র বাহিনী 'ইন এইড টু সিভিল পাওয়ার' হিসেবে কাজ করবে, তবে গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) সংশোধন এনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সেনাবাহিনীকে যুক্ত করার প্রস্তাবও বিবেচনাধীন।
নির্বাচনে পুলিশের দেড় লাখ এবং আনসার ভিডিপির সাড়ে ৫ থেকে ৬ লাখ সদস্য মোতায়েন থাকবে। সেনাবাহিনীর প্রায় ৯০ হাজার থেকে ১ লাখ সদস্য মোতায়েনের কথা বলা হয়েছে। নিরাপত্তা বাহিনীর মোতায়েন এবং অন্যান্য খরচসহ মোট বাজেট প্রায় আড়াই হাজার কোটি টাকা হতে পারে, যা পরে চূড়ান্ত করা হবে।
ইসি সচিব আখতার আহমেদ বারবার উল্লেখ করেছেন যে, বৈঠকে কোনো বাহিনী বা প্রতিনিধি বর্তমান পরিস্থিতি বা ভোটের সময় নিয়ে কোনো শঙ্কা প্রকাশ করেনি। এমনকি প্রধান নির্বাচন কমিশনারের 'মবের দৌরাত্ম্য' নিয়ে পূর্ববর্তী মন্তব্যের বিষয়েও আজকের বৈঠকে আলোচনা হয়নি বলে তিনি জানান। দেশজুড়ে অগ্নিকাণ্ডের পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোর শঙ্কা প্রকাশ করলেও, এর সঙ্গে আজকের বৈঠকের কোনো সংযোগ ছিল না।
আইজিপি বাহারুল আলম, সেনাবাহিনী প্রধানের প্রতিনিধি লেফট্যানেন্ট জেনারেল মিজানুর রহমান শামীম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিসহ বিভিন্ন বাহিনীর প্রধান ও প্রতিনিধিরা এই সভায় উপস্থিত ছিলেন। এটি সিইসি এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসির অধীনে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ পর্যায়ের প্রথম বৈঠক ছিল।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ভূমিকম্প: আবারও ৪.২ মাত্রার কম্পন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ৩য় ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ব্যাটিংয়ে টাইগাররা-সামনে চ্যালেঞ্জিং স্কোর-LIVE
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ভয়াবহ ভূমিকম্প: কম্পন ৬ মাত্রার
- দেশে ফের মধ্যরাতে ভূমিকম্প অনুভূত
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে