ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২
স্বরাষ্ট্র উপদেষ্টা
বডি ক্যামেরার দাম অজানা, আপনারা জানেন কীভাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
.jpg)
নিজস্ব প্রতিবেদক: আসন্ন সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারীদের জন্য বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এর দাম নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২০ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়ে বিস্ময় প্রকাশ করে বলেন, "আমি এখন পর্যন্ত দাম জানি না। আপনারা জানেন কীভাবে?" তিনি পত্রিকায় প্রকাশিত অতিরিক্ত দামে বডি ক্যামেরা কেনার প্রতিবেদন নিয়েও প্রশ্ন তোলেন।
উপদেষ্টা জানান, বডি ক্যামেরা এমন কোনো পণ্য নয় যা বাজার থেকে সহজে কেনা যায়, এর জন্য সরকারি ক্রয় পদ্ধতি অনুসরণ করা হবে। ৪০০ কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়েছে, তবে চূড়ান্ত দাম নেগোসিয়েশনের পর নির্ধারণ হবে। এটি নিয়ে দর কষাকষি হবে এবং তারপর একটি নির্দিষ্ট মূল্যে আনা হবে।
বডি ক্যামেরা কেনার বিষয়টি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতে উঠলেও, সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতে এখনো ওঠেনি বলেও স্বরাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন।
আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় নির্বাচন নিয়ে কী আলোচনা হয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতি, ট্রেনিং, সেটার অগ্রগতি কতটুকু হলো, এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমাদের শিডিউলের মধ্যে যেন প্রস্তুতিটা শেষ করতে পারি।" তিনি আরও জানান, নির্বাচনের আর মাত্র চার মাস বাকি থাকলেও পুলিশ প্রশিক্ষণ নিয়ে দায়িত্ব পালন করতে পারবে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) তার সক্ষমতার কথা জানিয়েছেন। তিনি বলেন, "আমাদের পক্ষে নির্বাচন করা নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না।"
নির্বাচন নিয়ে চ্যালেঞ্জ বা সংশয় প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, "এর আগে কোনো নির্বাচনে প্রশিক্ষণের ব্যবস্থা ছিল না। এবছর সংশয় আছে দেখেই পুলিশের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। এছাড়া যারা গত তিন নির্বাচনে দায়িত্ব পালন করেছেন, তাদের দূরে রাখার চেষ্টা করছি।"
সম্প্রতি আইজিপি'র একটি মন্তব্য, যেখানে তিনি বলেছিলেন যে সঠিক সময়ে নির্বাচন না হলে বাংলাদেশ ঝুঁকির মধ্যে পড়তে পারে, সে প্রসঙ্গে উপদেষ্টা বলেন, "আইজিপি যদি বলেন, আমি সেটা সাপোর্ট করব।" তিনি আরও যোগ করেন, বাংলাদেশে ঝুঁকির কোনো অভাব নেই, বহু ধরনের ঝুঁকি থাকতে পারে।
বিমানবন্দরে আগুনের কারণ সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা জানান যে, গতকাল (রবিবার) এ বিষয়ে একটি বৈঠক হয়েছে, যেখানে তিনি উপস্থিত ছিলেন না। তবে অনেকগুলো কমিটি গঠন করা হয়েছে যারা দুর্ঘটনার কারণ তদন্ত করবে। তদন্তের আগে তিনি কিছু বলতে পারবেন না।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর
- শেয়ারবাজারে সচেতনতা বাড়াতে এবার যুক্ত হচ্ছে মাঠ প্রশাসন