ঢাকা, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
স্বরাষ্ট্র উপদেষ্টা
বডি ক্যামেরার দাম অজানা, আপনারা জানেন কীভাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: আসন্ন সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারীদের জন্য বডি ক্যামেরা কেনার প্রক্রিয়া এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং এর দাম নির্ধারণ হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (২০ অক্টোবর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ বিষয়ে বিস্ময় প্রকাশ করে বলেন, "আমি এখন পর্যন্ত দাম জানি না। আপনারা জানেন কীভাবে?" তিনি পত্রিকায় প্রকাশিত অতিরিক্ত দামে বডি ক্যামেরা কেনার প্রতিবেদন নিয়েও প্রশ্ন তোলেন।
উপদেষ্টা জানান, বডি ক্যামেরা এমন কোনো পণ্য নয় যা বাজার থেকে সহজে কেনা যায়, এর জন্য সরকারি ক্রয় পদ্ধতি অনুসরণ করা হবে। ৪০০ কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়েছে, তবে চূড়ান্ত দাম নেগোসিয়েশনের পর নির্ধারণ হবে। এটি নিয়ে দর কষাকষি হবে এবং তারপর একটি নির্দিষ্ট মূল্যে আনা হবে।
বডি ক্যামেরা কেনার বিষয়টি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতে উঠলেও, সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতে এখনো ওঠেনি বলেও স্বরাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন।
আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় নির্বাচন নিয়ে কী আলোচনা হয়েছে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, "নির্বাচন নিয়ে আমাদের প্রস্তুতি, ট্রেনিং, সেটার অগ্রগতি কতটুকু হলো, এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমাদের শিডিউলের মধ্যে যেন প্রস্তুতিটা শেষ করতে পারি।" তিনি আরও জানান, নির্বাচনের আর মাত্র চার মাস বাকি থাকলেও পুলিশ প্রশিক্ষণ নিয়ে দায়িত্ব পালন করতে পারবে বলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) তার সক্ষমতার কথা জানিয়েছেন। তিনি বলেন, "আমাদের পক্ষে নির্বাচন করা নিয়ে কোনো ধরনের সমস্যা হবে না।"
নির্বাচন নিয়ে চ্যালেঞ্জ বা সংশয় প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, "এর আগে কোনো নির্বাচনে প্রশিক্ষণের ব্যবস্থা ছিল না। এবছর সংশয় আছে দেখেই পুলিশের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। এছাড়া যারা গত তিন নির্বাচনে দায়িত্ব পালন করেছেন, তাদের দূরে রাখার চেষ্টা করছি।"
সম্প্রতি আইজিপি'র একটি মন্তব্য, যেখানে তিনি বলেছিলেন যে সঠিক সময়ে নির্বাচন না হলে বাংলাদেশ ঝুঁকির মধ্যে পড়তে পারে, সে প্রসঙ্গে উপদেষ্টা বলেন, "আইজিপি যদি বলেন, আমি সেটা সাপোর্ট করব।" তিনি আরও যোগ করেন, বাংলাদেশে ঝুঁকির কোনো অভাব নেই, বহু ধরনের ঝুঁকি থাকতে পারে।
বিমানবন্দরে আগুনের কারণ সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা জানান যে, গতকাল (রবিবার) এ বিষয়ে একটি বৈঠক হয়েছে, যেখানে তিনি উপস্থিত ছিলেন না। তবে অনেকগুলো কমিটি গঠন করা হয়েছে যারা দুর্ঘটনার কারণ তদন্ত করবে। তদন্তের আগে তিনি কিছু বলতে পারবেন না।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20: খেলাটি সরাসরি(LIVE) দেখুন এখানে
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- শীতকালীন ছুটি বহাল থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় টি-টোয়েন্টি: কবে, কোথায়, কখন-দেখুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড ২য় T-20-সরাসরি দেখার উপায়
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- ভূমিকম্প: আবারও ৪.২ মাত্রার কম্পন
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ৩য় ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি