ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

ঢাবির ৩০ শিক্ষার্থীর বৃত্তি নবায়ন করল সুমিতোমো কর্পোরেশন

২০২৫ অক্টোবর ২০ ১৩:২৬:০২

ঢাবির ৩০ শিক্ষার্থীর বৃত্তি নবায়ন করল সুমিতোমো কর্পোরেশন

নিজস্ব প্রতিবেদক:সুমিতোমো কর্পোরেশন এশিয়া এন্ড ওশেনিয়া প্রাইভেট লিমিটেড কর্তৃক নির্বাচিত ৩০ জন শিক্ষার্থীর বৃত্তি নবায়ন করা হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ২০২১-২০২২, ২০২০-২০২১ এবং ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, দর্শন, বিশ্বধর্ম ও সংস্কৃতি, গণিত, পরিসংখ্যান, আইন, অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং, ফিন্যান্স, ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, লোক প্রশাসন, জাপানিজ স্টাডিজ, উদ্ভিদ বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স, ফলিত রসায়ন ও কেমিকৌশল, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত।

যে সকল শিক্ষার্থী সংশ্লিষ্ট বিভাগ/ইনস্টিটিউটে ১ম বর্ষ, ২য় বর্ষ ও ৩য় বর্ষের (সম্মান) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ২য় বর্ষ, ৩য় বর্ষ ও ৪র্থ বর্ষে নিয়মিত অধ্যয়নরত আছেন, তারাই এই বৃত্তি নবায়নের সুযোগ পাবেন।

শিক্ষার্থীদের বৃত্তি নবায়নের জন্য সদাচরণ ও পড়াশোনার অগ্রগতি সম্পর্কিত বিভাগীয় চেয়ারম্যান/পরিচালক কর্তৃক মতামত এবং উল্লিখিত বর্ষের (১ম, ২য় ও ৩য়) পরীক্ষায় উত্তীর্ণ নম্বরপত্র সংযুক্ত করে আগামী ২৩/১০/২০২৫ তারিখের মধ্যে রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকট প্রেরণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা:

অমিতা রায় (বিশ্বধর্ম ও সংস্কৃতি)

তুলি রাণী দাস (ইতিহাস)

নজরুল ইসলাম (পরিসংখ্যান)

তাবাসসুম হক ইভা (ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স)

রাবেয়া বসরী তামান্না (রাষ্ট্রবিজ্ঞান)

আবিদা সুলতানা বৈশাখী (আন্তর্জাতিক সম্পর্ক)

সাবিকুন্নাহার সামান্তা (উদ্ভিদ বিজ্ঞান)

ফারদিনা তাসনিম (ভূগোল ও পরিবেশ)

মো: জামিউল হাসান জেমস (ফলিত রসায়ন ও কেমিকৌশল)

মো: আশিকুজ্জামান আশিক (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)

মো: মোর্শেদ আলম শফিক (গণিত)

মো: শাকিবউর রহমান (কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল)

প্রিয়া কুন্ডু (ডিজাস্টার সায়েন্স এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স)

তায়েবা বিনতে হান্নান (লোক প্রশাসন)

নমল উমামা চৌধুরী (উদ্ভিদ বিজ্ঞান)

সোমা রানী (দর্শন)

মো: ফরিদুল ইসলাম (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস)

মো: আবু সোলায়মান শান্ত (ফরাসি ভাষা এন্ড সংস্কৃতি)

মোহাম্মদ জয়নাল আবেদীন (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি)

জাহিদুল হক (সমাজকল্যাণ)

মো: সজল হোসেন (নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং)

শিমু শাহা (ফিন্যান্স)

শেখ শাকিল হোসেন (রাষ্ট্রবিজ্ঞান)

তাসনিম জুয়াইরিয়া বৃত্তি (জাপানিজ স্টাডিজ)

গোলাম মোস্তফা (মার্কেটিং)

সাদিয়া চৌধুরী (গণিত)

লেসমি রানী (ইতিহাস)

মাহমুদা খাতুন (রাষ্ট্রবিজ্ঞান)

ইব্রাহিম সরকার (একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস)

তানজিনা আক্তার (আইন)

উক্ত বৃত্তি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ০৯৬৬৬৯১১৪৬৩-৪০৫৯, ০১৫২১-২২০৮৪৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। এই পদক্ষেপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে আর্থিক সহায়তা প্রদানের ক্ষেত্রে সুমিতোমো কর্পোরেশনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

এমজে

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত