ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২

এশিয়ার বিশ্বকাপ বাছাইয়ের চূড়ান্ত লড়াই কাতার ও সৌদিতে

ডুয়া নিউজ- খেলাধুলা
২০২৫ জুলাই ১৭ ১৫:৩৭:৫৪
এশিয়ার বিশ্বকাপ বাছাইয়ের চূড়ান্ত লড়াই কাতার ও সৌদিতে

২০২৬ সালের ফুটবল বিশ্বকাপে এশিয়ার জন্য নির্ধারিত শেষ দুটি জায়গা নির্ধারণে শুরু হচ্ছে বাছাইপর্বের চতুর্থ রাউন্ড। এ রাউন্ডের আয়োজক দেশ হিসেবে নির্বাচিত হয়েছে কাতার ও সৌদি আরব। বৃহস্পতিবার (১৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।

অক্টোবর মাসে অনুষ্ঠিতব্য এই রাউন্ডে গ্রুপ ‘এ’র সব ম্যাচ হবে কাতারে। এখানে স্বাগতিকদের সঙ্গে একই গ্রুপে রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান। অন্যদিকে গ্রুপ ‘বি’ অনুষ্ঠিত হবে সৌদি আরবে। সেখানে সৌদি আরব খেলবে ইরাক ও ইন্দোনেশিয়ার বিপক্ষে।

প্রতিটি গ্রুপে তিনটি করে দল একে অপরের মুখোমুখি হবে রাউন্ড-রবিন পদ্ধতিতে। গ্রুপ সেরা দুটি দল সরাসরি ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার টিকিট পাবে।

তবে গ্রুপ রানার-আপদের জন্য রয়েছে আরেকটি সুযোগ। দুই গ্রুপের দ্বিতীয় স্থান অর্জনকারী দল পরস্পরের বিপক্ষে প্লে-অফ ম্যাচ খেলবে। সেই ম্যাচে জয়ী দলকে আন্তঃমহাদেশীয় প্লে-অফে অংশ নিতে হবে যা অনুষ্ঠিত হবে ২০২৬ সালের মার্চে।

এখন পর্যন্ত এশিয়া অঞ্চল থেকে ছয়টি দল ইতোমধ্যে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। তারা হলো- জাপান, ইরান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, জর্ডান (প্রথমবার) ও উজবেকিস্তান (প্রথমবার)।

উল্লেখ্য, ২০২৬ সালের বিশ্বকাপ যৌথভাবে আয়োজিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। এটি হবে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর। সেই আসরে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত