ঢাকা, রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

প্রধান বিচারপতি নিয়োগ: দুটি বিষয়ে একমত দলগুলো

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ১০ ২০:০৮:৪০
প্রধান বিচারপতি নিয়োগ: দুটি বিষয়ে একমত দলগুলো

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন ৩০টি রাজনৈতিক দলের আজকের সংলাপে প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত দুটি বিষয়ে ঐকমত্য হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সঙ্গে তিনি এ কথা বলেন।

অধ্যাপক রীয়াজ জানান, প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে সংবিধানের ৯৫ অনুচ্ছেদের বর্তমান বিধান পরিবর্তন করে রাষ্ট্রপতির জন্য আপিল বিভাগের বিচারপতিদের মধ্য থেকেই প্রধান বিচারপতি নিয়োগের বাধ্যবাধকতা আরোপের বিষয়ে সবার মধ্যে ঐকমত্য হয়েছে। তবে জ্যেষ্ঠতম বিচারপতিকে নিয়োগ দেওয়া হবে নাকি শীর্ষ দুইজনের মধ্য থেকে নির্বাচন করা হবে এ নিয়ে এখনো মতবিরোধ রয়েছে। বিষয়টি নিয়ে আরও আলোচনা চলবে বলে জানান তিনি।

আলোচনায় তত্ত্বাবধায়ক সরকার ইস্যুও গুরুত্ব পায়। অধ্যাপক রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর প্রস্তাবের ভিত্তিতে এ বিষয়ে খানিকটা অগ্রগতি হয়েছে। তত্ত্বাবধায়ক প্রধান নিয়োগে আইনসভার মধ্য থেকে প্রস্তাবনা বা নিয়োগের বিধান রাখার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। আজ দলগুলোর কাছ থেকে মতামত পাওয়া গেছে। সেই ভিত্তিতে আরও সুনির্দিষ্ট প্রস্তাব টেবিলে রয়েছে। তিনি জানান, রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে ত্রুটিমুক্ত ও গ্রহণযোগ্য করার পক্ষে একমত।

এছাড়া সংবিধানের ১৪১(ক) অনুচ্ছেদ সংশোধন নিয়েও আলোচনা হয়। তিনি বলেন, ৭ জুলাইয়ের বৈঠকে জরুরি অবস্থা যেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত না হয় এ বিষয়ে ঐকমত্য হয়েছিল। আজকের আলোচনায় ‘অভ্যন্তরীণ গোলযোগ’ শব্দটি বাদ দিয়ে এবং প্রধানমন্ত্রীর স্বাক্ষরের পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদনের মাধ্যমে জরুরি অবস্থা জারির বিধান যুক্ত করার প্রস্তাব আসে। এ নিয়েও আলোচনা অব্যাহত থাকবে।

আজকের বৈঠকে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত