ঢাকা, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

জাতীয় নির্বাচনের আগে বিএনপিকে বিতর্কিত করতে ষড়যন্ত্র চলছে: দুলু

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ১২ ১৮:১৪:৩৭
জাতীয় নির্বাচনের আগে বিএনপিকে বিতর্কিত করতে ষড়যন্ত্র চলছে: দুলু

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করে বলেছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপিকে বিতর্কিত করতে গভীর ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, “গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের শাসনামলে খালেদা জিয়া, তারেক রহমানসহ বিএনপির অসংখ্য নেতাকর্মীর ওপর অমানবিক নির্যাতন হয়েছে। এখনো বিএনপির প্রতিটি কর্মী মজলুম কারণ তারা নির্যাতনের শিকার।”

শনিবার (১২ জুলাই) নাটোর জেলা শ্রমিক দলের আয়োজনে অনুষ্ঠিত একটি শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি।

দুলু বলেন, “বিএনপি কখনোই চাঁদাবাজি বা সন্ত্রাসের রাজনীতি করে নাবরং দলের ভেতরে কেউ এমন কাজে জড়িয়ে পড়লে দলই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে। সম্প্রতি ঢাকায় এক ব্যবসায়ী হত্যার ঘটনায় দলের জড়িতদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।”

তিনি বলেন, “৫ আগস্টের আগে মিছিল-মিটিংয়ে লোক পাওয়া যাচ্ছিল না অথচ ৫ আগস্টের পরে পরিস্থিতি বদলে যায়—মঞ্চে জায়গা পাওয়া যায় না। এর মানে জনগণ বিএনপির সঙ্গে আছে।”

সন্ত্রাসী ও চাঁদাবাজদের হুঁশিয়ারি দিয়ে দুলু বলেন, “বিএনপিতে কোনো অন্যায়কারীর ঠাঁই নেই। বেগম খালেদা জিয়া কোনো সময় অন্যায়কে প্রশ্রয় দেননি, ভবিষ্যতেও দেবেন না।”

শ্রমিকদের নিয়ে বিএনপির পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, “তারেক রহমানের ৩১ দফার ঘোষণায় শ্রমিকদের ন্যায্য মজুরির নিশ্চয়তা রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের বেতন কাঠামো নির্ধারণ করা হবে।”

জুলাই অভ্যুত্থানে শ্রমিকদের অবদানের কথা স্মরণ করে দুলু বলেন, “আন্দোলনের সময় আহত ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন শ্রমিক, রিকশাচালক ও ভ্যানচালকেরা। তাদের এই ত্যাগ জাতি কোনো দিন ভুলবে না।”

জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন শ্রমিক দলের সহ-সভাপতি রফিকুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ এবং জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলু।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত