ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

ইয়েমেনের শক্তিশালী প্রতিরক্ষা যেভাবে ভড়কে দিল ইসরাইল-আমেরিকাকে

২০২৫ জুলাই ১০ ১০:২৪:৪২

ইয়েমেনের শক্তিশালী প্রতিরক্ষা যেভাবে ভড়কে দিল ইসরাইল-আমেরিকাকে

সম্প্রতি ইসরাইলের বড় ধরনের বিমান হামলার সময় হুথি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রকাশ করেছে যা ইসরাইলি যুদ্ধবিমানগুলোর জন্য ছিল এক চমকপ্রদ অভিজ্ঞতা। হামলার সময় ইয়েমেন ব্যাপক ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইসরাইলি জেটগুলোর অগ্রগতি থামিয়ে দেয়। ফলে তেলআবিবের সামরিক নেতৃত্ব এবং কৌশলবিদেরা গভীর ধাক্কা খায়।

হুথি বাহিনী আগে থেকেই ঘোষণা দিয়ে আসছিল যে তারা ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় কোনো ধরনের আপস করবে না এবং ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলবে। এরই ধারাবাহিকতায় ইয়েমেন থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

এছাড়া হুথি বাহিনী লোহিত সাগর ও বাব-আল-মান্দেব প্রণালী দিয়ে চলাচলকারী সেসব জাহাজে হামলা চালিয়েছে যারা তাদের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইসরাইলের স্বার্থে কাজ করে। এতে ইসরাইলের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দর কার্যত অচল হয়ে পড়ে এবং বেন গুরিয়নসহ বেশ কয়েকটি বিমানবন্দর চরম চাপের মুখে পড়ে।

এই পরিস্থিতির জবাবে ইসরাইল ইয়েমেনের হুদেইদা বন্দর, রাস ইসা এবং স্থানীয় বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালায়। তবে ডজনখানেক ইসরাইলি যুদ্ধবিমান ইয়েমেনি আকাশ প্রতিরক্ষার তীব্র প্রতিরোধে পড়লে অনেক জেট হামলা চালাতে না পেরে ফিরে যায়।

ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রতিরক্ষা ব্যবস্থা ইসরাইলি যুদ্ধবিমানের বিরুদ্ধে ভয়াবহ গোলাবর্ষণ শুরু করে। এতে বহু বিমান পালিয়ে যায় এবং ইয়েমেনি আকাশসীমা ছাড়তে বাধ্য হয়।

এই ঘটনা স্পষ্ট করেছে যে হুথি নিয়ন্ত্রিত ইয়েমেন শুধু ক্ষেপণাস্ত্র ও নৌ-আক্রমণেই নয়, বিমান প্রতিরক্ষা ব্যবস্থাতেও বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ইতিপূর্বে জানিয়েছে, ইয়েমেনিরা ভূগর্ভস্থ সুড়ঙ্গপথে নিজেদের উন্নত অস্ত্র উৎপাদনে স্বনির্ভরতা অর্জন করেছে।

বিশ্লেষকদের মতে, ইয়েমেনের এই প্রতিরোধ শুধু একটি সামরিক অর্জন নয় বরং পশ্চিম এশিয়ার রাজনৈতিক ও কৌশলগত বাস্তবতায় এক নতুন মাত্রা যোগ করেছে। এই উন্নয়ন প্রমাণ করে প্রতিরোধ অক্ষের হাতে এখনো রয়েছে বহু চমক যা ভবিষ্যতে ইসরাইল ও তার মিত্রদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

তথ্য : মেহের নিউজ

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত